১৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল ২০২৫
১৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল ২০২৫ সাল সম্পর্কে আজকের এই ব্লক টি
আপনাদের যাদের মোবাইল কিনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন কি মোবাইল কিনবেন
সেটা বুঝতে পারছেন না ।
আমরা সবাই চাই যে ক্যামেরা অনেক ভালো হবে ব্যাটারির ভালো লং লাস্টিং করবে । গেমিং
ফোন হইতে হবে ইত্যাদি । তাই ১৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল
নিয়ে আলোচনা করি ।
পেজ সূচিপত্রঃ ১৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল
- ১৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল
- রিয়েলমি সি৬১ (Realme C61)
- অপো এ৩এক্স (Oppo A3X)
- শাওমি রেডমি এ৩ (Xiaomi Readme A3)
- ইনফিনিক্স হট ৫০আই (Infinix Hot 50i)
- টেকনো স্পার্ক৩০সি (Tecno Spark 30C)
- সিম্ফোনি জেড৪২ (Symphony Z42)
- আইটেল পি৪০ (Itel P40)
- ভিভো ওয়াই০৩টি (Vivo Y03t)
- স্যামসাং গ্যালাক্সি এ০৬ (Galaxy Samsung Galaxy A06)
- অয়ালটন জেনএক্স১ (Walton Zen X1)
- লেখকের মন্তব্য
১৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল
মোবাইল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ডিভাইস । এই অ্যান্ড্রয়েড
মোবাইল আমাদের জীবনের সাথে ওতপ্রুতভাবে জড়িয়ে আছে । বর্তমান পরিস্থিতি এমন
হয়ে গিয়েছে যে মোবাইল ছাড়া একটি মুহূর্তেও থাকা সম্ভব না । আপনি চাইলেও
মোবাইল ছাড়া থাকতে পারবেন না । মোবাইল এত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে
। যেহেতু মোবাইল অনেক প্রয়োজন সেহেতু আপনার বাজেটে সেরা মোবাইলটি নেওয়ায়
হবে আজকের এই ব্লগের মেন উদ্দেশ্য । আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে মোবাইল এর
ফুল কনফিগারেশন । যাতে করে সেরা মোবাইল খুব সহজেই বেচে নিতে পারেন । আপনার
বাজেট যদি পনের হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আশা করি আজকের এই পোস্টের
মাধ্যমে আপনি আপনার পছন্দের মোবাইলটি সিলেকশন করতে পারবেন । আমি
চাচ্ছি যেন আপনি খুব কম সময়ের মধ্যে মোবাইল নিয়ে ভালো আইডিয়া হয় সেজন্য
১০ টি সেরা মোবাইল এবং তার ফুল কনফিগারেশন একটি টেবিলের মাধ্যমে তুলে ধরলাম
। টেবিলের পরে প্রত্যেকটা মোবাইল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে । তাহলে
চলুন ১৫ হাজার টাকার মধ্যে সেরা দশটি মোবাইল নিয়ে আলোচনা করা যাক
| মোবাইলের নাম | দাম |
|---|---|
| রিয়েলমি সি৬১ (Realme C61) | ৳১৪,৯৯৯ |
| অপো এ৩এক্স (Oppo A3X) | ৳১২,৯৯০ |
| শাওমি রেডমি এ৩ (Xiaomi Redmi A3) | ৳১০,৯৯৯ |
| ইনফিনিক্স হট ৫০আই (Infinix Hot 50i) | ৳১৩,৯৯৯ |
| টেকনো স্পার্ক ৩০সি (Tecno Spark 30C) | ৳১৩,৯৯৯ |
| সিম্ফনি জেড৪২ (Symphony Z42) | ৳১০,৯৯০ |
| আইটেল পি৪০ (itel P40) | ৳৯,৯৯৯ |
| ভিভো ওয়াই০৩টি (Vivo Y03t) | ৳১০,৪৯৯ |
| স্যামসাং গ্যালাক্সি এ০৬ (Samsung Galaxy A06) | ৳১৪,৯৯৯ |
| ওয়ালটন জেনএক্স ১ (Walton ZenX 1) | ৳১১,৪২৮ |
রিয়েলমি সি৬১ (Realme C61)
শুরু করতেছি রিয়েলমি সি৬১ মোবাইল ফোনটি দিয়ে । কম বাজেটের মধ্যে সেরা একটি
ফোন । যাদের বাজেট ১৫ হাজার টাকার মধ্যে তারা রিয়েলমি সি৬১
মোবাইলটি দিতে পারেন । মোবাইলের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.74" IPS LCD । রিফ্রেস রেট 90Hz । মোবাইলটির প্রসেসর হিসেবে Unisoc T612 ব্যবহার
করা হয়েছে । যারা গেমিং পছন্দ করেন আশা করি তাদের কাছে খুব একটা ভালো
হবে না । তবে হালকা গেমিং ট্রাই করতে পারবেন । এবার আসি মোবাইলটির
র্যাম এর দিকে মোবাইলটিতে দুই রকমের র্যাম ভেরিয়েশন রয়েছে
। মোবাইলটিতে 6GB র্যাম রয়েছে আর সর্বোচ্চ 128GB স্টোরেজ পাওয়া যাবে
। ফোনটির ক্যামেরার দিকে যদি নজর দিই তাহলে রয়েছে 50MP +0.08MP ডুয়াল
ক্যামেরা সেটাপ আর সামনেই 8MP সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরা পারফরম্যান্স
মোটামোটি ভালো রেজাল্ট পাবেন । ব্যাটারি 5000mAH এম এ এইচ এবং চার্জিং
হচ্ছে 15W এর ফাস্ট চার্জিং আপনি অনাআসে সারাদিন ব্যবহার করতে পারবেন
।
ফোনটি কিনতে পারেন যে জন্য ঃ
ডিসপ্লেঃ 6.74" IPS LCD, 90Hz
প্রসেসরঃ Unisoc T612
র্যামঃ 6GB
রোমঃ 128GB
ক্যামেরাঃ 50MP + 0.08MP পিছনে , 5MP সামনে
ব্যাটারিঃ 5000mAh, 15W চার্জিং
অপো এ৩এক্স (Oppo A3X)
অপো এ৩এক্স বাজেটের মধ্যে সেরা বলতে পারে । এত কম বাজেটের ফোনের পারফরমেন্স
যথেষ্ট ভালো পাবেন । মোবাইলটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.67inch । রিফ্রেশ
রেট 120Hz । আপনি কম এমবির গেম খেলতে পারেন ভিডিও দেখার প্যারফরম্যান্স খুবই
কার্যকরী । এই মোবাইলের সবচেয়ে ডিমান্ড হচ্ছে অল্প বাজেটে শক্তিশালী পাচ্ছে সেটা
হলো Snapdragon 6s Gen 1 । বলতে পারেন বাজেট সেরা প্রফেসর । র্যাম পাবেন 6GB
র্যাম 128GB স্টোরেজ । মেন ক্যামেরা 8MP প্রধান ক্যামেরা এবং সেলফি ক্যামেরা 5MP
আপনি অনেক সুন্দর ছবি ভিডিও পাবেন এই ক্যামেরা থেকে । অপো এ৩এক্স মোবাইলে 5100mAh
ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট ।
ফোনটি কিনতে পারেন যে জন্য ঃ
ডিসপ্লেঃ 6.67 IPS LCD, 120Hz
প্রসেসরঃ Snapdragon 6s Gen 1
র্যামঃ 4GB
রোমঃ 64GB
ক্যামেরাঃ 8MP, সেলফি 5MP
ব্যাটারিঃ 5100mAh ও 45W চার্জিং সাপোর্ট
শাওমি রেডমি এ৩ (Xiaomi Redmi A3)
শাওমি রেডমি এ৩ একটি লো বাজেট মোবাইল । এই মোবাইলটিতে 6.52Inch ডিসপ্লে রয়েছে ।
এবং প্রসেসর পেয়ে যাবেন Helio G36 প্রসেসর ব্যাবহার করা হয়েছে । মোবাইলটিতে
3/4GB র্যাম এবং 64GB স্টোরেজ রয়েছে । এটিতে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন
ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ভালো হবেই ব্যবহার করতে পারবেন । ক্যামেরাতে
8+0.08MP ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন এবং সেলফি ক্যামেরা পাবেন 5MP। পাঁচ হাজার
এমএইচ এর অনেক বড় ব্যাটারি পাবেন এটা আপনাকে সারাদিন ব্যবহারের সুযোগ দিবে ।
চার্জার 10W পাবেন ।
ফোনটি কিনতে পারেন যে জন্য ঃ
ডিসপ্লেঃ 6.52" HD+ IPS LCD
প্রসেসরঃ Helio G36
র্যামঃ 4GB
রোমঃ 64GB
ক্যামেরাঃ 8+0.08MP, সেলফি 5MP
ব্যাটারিঃ 5000mAh ও 10W চার্জিং সাপোর্ট
ইনফিনিক্স হট ৫০আই (Infinix Hot 50i)
ইনফিনিক্স হট ৫০আই এই মোবাইলটিতে ডিসপ্লে রয়েছে 6.7" IPS LCD এতে পেয়ে
যাবেন 120Hz রিফ্রেস্ রেট । ইনফিনিক্স এর এই মোবাইলটিতে প্রসেসর Mediatek
Helio G81 রয়েছে । দুই ভ্যারিয়েন্টে র্যাম রয়েছে প্রথমটি হচ্ছে 4GB এবং
6GB তারপরে স্টোরেজ পেয়ে যাবেন ১২৮ জিবি । ফোনটির ক্যামেরা 50MP এবং সেলফি
8MP রয়েছে । 18W চার্জিং সাপোর্ট এবং বড় ব্যাটারি 5000mAh পাবেন যেটা দিয়ে
অনায়াসে সারাদিন পার হয়ে যাবে ।
ফোনটি কিনতে পারেন যে জন্য ঃ
ডিসপ্লেঃ 6.7" IPS LCD, 120Hz
প্রসেসরঃ Mediatek Helio G81
র্যামঃ 6GB
রোমঃ 128GB
ক্যামেরাঃ 50MP, সেলফি 8MP
ব্যাটারিঃ 5000mAh ও 18W চার্জিং সাপোর্ট
টেকনো স্পার্ক৩০সি (Tecno Spark 30C)
টেকনো স্পার্ক৩০সি মোবাইলটিতে রয়েছে বিশাল আকারের বড় ডিসপ্লে 6.67" inch
প্রসেসর পেয়ে যাবেন Helio G37 । র্যাম এর দিক থেকে 6GB পাবেন । আর স্টোরেজ এর
দিক থেকে পাবেন 128GB অনেক জায়গা । যারা ছবি উঠাতে ভালোবাসেন ভিডিও করতে
ভালোবাসেন তাদের জন্য 128GB স্টোরেজ অনেক উপকারে আসবে কারণ অনেক জায়গা পেয়ে
যাচ্ছেন। সামনে ক্যামেরায় পাবেন 50MP এবং সেলফি ক্যামেরা পাবেন সেলফি 8MP ।
18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট এর পাশাপাশি 5000mAh বড় ব্যাটারি রয়েছে ।
ফোনটি কিনতে পারেন যে জন্য ঃ
ডিসপ্লেঃ 6.8" IPS LCD,90Hz
প্রসেসরঃ Helio G37
র্যামঃ 6GB
রোমঃ 128GB
ক্যামেরাঃ 50MP , সেলফি 8MP
ব্যাটারিঃ 5000mAh ও 18W চার্জিং সাপোর্ট
সিম্ফনি জেড৪২ (Symphony Z42)
সিম্ফনি জেড৪২ মোবাইলটি ভালো লাগবে তাদের কাছে যারাসিম্ফনি লাভার আছেন ।
ডিসপ্লে ফুল 6.52" IPS LCD । ফোনটিতে প্রসেসর রয়েছে Helio G25 । র্যাম 3GB
রোম 32GB । সামনের ক্যামেরায় পেয়ে যাবেন 13+0.8+0.8MP এবং সেলফি ক্যামেরাই
পাবেন 8MP । 5000mAh এর বিশাল ব্যাটারিতে থাকছেই ।
ফোনটি কিনতে পারেন যে জন্য ঃ
ডিসপ্লেঃ 6.52" IPS LCD
প্রসেসরঃ Helio G25
র্যামঃ 3GB
রোমঃ 32GB
ক্যামেরাঃ 13+0.8+0.8MP , সেলফি 8MP
ব্যাটারিঃ 5000mAh
আইটেল পি৪০ (itel P40)
আইটেল পি৪০ মোবাইলটিতে রয়েছে বিশাল আকারের বড় ডিসপ্লে 6.6" inch প্রসেসর
পেয়ে যাবেন Unisoc SC9863A । র্যাম এর দিক থেকে 3GB পাবেন । আর স্টোরেজ এর
দিক থেকে পাবেন 32GB অনেক জায়গা । যারা ছবি উঠাতে ভালোবাসেন ভিডিও করতে
ভালোবাসেন তাদের জন্য খুব একটা প্রবলেম হবে না। সামনে ক্যামেরায় পাবেন 13MP
+0.8MP এবং সেলফি ক্যামেরা পাবেন সেলফি 5MP । 6000mAh বড় বিশাল ব্যাটারি
রয়েছে ।
ফোনটি কিনতে পারেন যে জন্য ঃ
ডিসপ্লেঃ 6.6" IPS LCD
প্রসেসরঃ Unisoc SC9863A
র্যামঃ 3GB
রোমঃ 32GB
ক্যামেরাঃ 13 + 0.8MP, সেলফি 5MP
ব্যাটারিঃ 6000mAh, 18W চার্জার সাপোর্ট
ভিভো ওয়াই০৩টি (Vivo Y03t)
ভিভো ওয়াই০৩টি মোবাইলটি ভালো লাগবে তাদের কাছে যারা ভিভো লাভার আছেন ।
ডিসপ্লে ফুল 6.5" IPS LCD । ফোনটিতে প্রসেসর রয়েছে Unisoc T612 । র্যাম 3GB
রোম 64GB । সামনের ক্যামেরায় পেয়ে যাবেন 13MP+0.08MP এবং সেলফি ক্যামেরাই
পাবেন 5MP । 15W ফাস্ট চার্জিং এবং 5000mAh এর বিশাল ব্যাটারিতে থাকছেই ।
ফোনটি কিনতে পারেন যে জন্য ঃ
ডিসপ্লেঃ 6.5" IPS LCD 90Hz
প্রসেসরঃ Unisoc T612
র্যামঃ 4GB
রোমঃ 64GB
ক্যামেরাঃ 13MP+0.08MP , সেলফি 5MP
ব্যাটারিঃ 5000mAh , 15W ফাস্ট চার্জিং
স্যামসাং গ্যালাক্সি এ০৬ (Samsung Galaxy A06)
১৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল এর মধ্যে স্যামসাং গ্যালাক্সি অন্যতম । গ্যালাক্সি এ০৬ একটি ব্র্যান্ডেবল মোবাইল ফোন । স্যামসাং এর মতো
জনপ্রিয় ব্র্যান্ডকে লিস্টের মধ্যে না রাখলে কি হয় । এত কম বাজেটে
স্যামসাংয়ের মত একটি ফোন পেয়ে যাচ্ছেন এটা কি ভাবা যায় । মোবাইলটিতে
রয়েছে 6.7" inch PLS LCD একটি ডিসপ্লে । প্রসেসর Mediatek Helio G85 ।
ফোনটিতে র্যাম পেয়ে যাচ্ছে 4GB এবং স্টোরেজ পেয়ে যাচ্ছেন 64GB । ক্যামেরাতে
রয়েছে 50MP + 2MP ডুয়াল সেটআপ আর ফ্রন্ট ক্যামেরায় 8MP । 25W ফাস্ট
চার্জিং সাপোর্ট 5000mAh বিশাল আকারের ব্যাটারি তো থাকছেই ।
ফোনটি কিনতে পারেন যে জন্যঃ
ডিসপ্লেঃ 6.7" PLS LCD প্রসেসরঃ Mediatek Helio G85র্যামঃ 4GB
রোমঃ 64GB
ক্যামেরাঃ 50MP + 2MP , সেলফি 8MP ব্যাটারিঃ 5000mAh 25W ফাস্ট চার্জিং সাপোর্ট
অয়ালটন জেনএক্স১ (Walton Zen X1)
১৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল এর মধ্যে লোকাল ব্র্যান্ড হলো এটি । অয়ালটন জেনএক্স১ মোবাইলটি হলো বাংলাদেশের একটি লোকাল ব্র্যান্ডের নাম । লোকাল
ব্র্যান্ডের বাজেট সেরা একটি মোবাইল ফোন । এতে রয়েছে 6.52" ডিসপ্লে এবং
প্রসেসর Unisoc SC9863A । ফোনটিতে র্যাম 4GB রয়েছে এবং স্টোরেজ 64GB রয়েছে
। 5000mAh ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা পাবেন যারা কম দামে লোকাল
ব্র্যান্ড খুজতেছে তাদের জন্য এই মোবাইলটি ।
ফোনটি কিনতে পারেন যে জন্যঃ
ডিসপ্লেঃ 6.6" IPS 90Hz
প্রসেসরঃ Unisoc T612
র্যামঃ 8GB
রোমঃ 64GB
ক্যামেরাঃ 52MP+2MP , সেলফি 8MP
ব্যাটারিঃ 5000mAh
প্রসেসরঃ Unisoc T612
র্যামঃ 8GB
রোমঃ 64GB
ক্যামেরাঃ 52MP+2MP , সেলফি 8MP
ব্যাটারিঃ 5000mAh
লেখকের মন্তব্যঃ ১৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল
১৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল ২০২৫ এ আমি সেই মোবাইল গুলো নিয়ে
আলোচনা করেছি প্রত্যেকটি মোবাইল আশা করি বাজেটের মধ্যেই রয়েছে । এ দশটি
মোবাইল এর মধ্যে বাংলাদেশী ব্যান্ডের কিছু মোবাইল রয়েছে । সেগুলো কি তুলে
ধরার চেষ্টা করেছি । যতটা সম্ভব সহজ করে আপনাদের জন্য লিখেছি আশা করি আপনারা
অনেক উপকৃত হবেন । আমার কিছু মতামত রয়েছে সেগুলো আমি নিজে সংক্ষিপ্ত আকারে
লিখে দিচ্ছি যাতে আপনাদের মধ্যে সহজ হয় ।
কোনটি আপনার জন্য ভালো হবেঃ
গেমিং এর জন্য সেরা →Oppo A3X
বড় ব্যাটারি → Itel P40
ভিডিও ও বড় ডিসপ্লে → Tecno Spark 30C
ব্র্যান্ড → Samsung A06 / Vivo Y03T
লোকাল ব্র্যান্ড → Symphony Z42 / Walton ZenX1



আপডেট ধারার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url