ল্যাপটপ স্লো? মাত্র ১০ টিপসেই করে ফেলুন সুপার ফাস্ট
ভূমিকা
ল্যাপটপ স্লো ? মাত্র ১০ টিপসেই করে ফেলুন সুপারফাস্ট । বর্তমান ডিজিটাল যুগে
ল্যাপটপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ । ল্যাপটপ শুধু ভিডিও নাটক সিনেমা
দেখার জন্য নয় , ল্যাপটপ পড়াশোনা অনলাইন এবং সৃজনশীলতার অন্যতম প্রধান
হাতিয়ার । কিন্তু যখন ল্যাপটপ কিনেছিলেন তখন ল্যাপটপ অনেক ফাস্ট থাকলেও
ধীরে ধীরে ল্যাপটপটি স্লো হয়ে গিয়েছে ।
ল্যাপটপটির পারফরম্যান্স স্লো হওয়ার কারণে আপনার দৈনন্দিন কাজের গতি ও স্লো হয়ে
গিয়েছে ।একবার ভাবুন তো যখন নতুন কিনেছিলেন তখনকার ফাস্ট ল্যাপটপ এখন
ধীরগতি ল্যাপটপ কেন হল ? চলুন এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক
।
আরো পড়ুনঃ বিস্তারিত দেখে নিন
পেজ সুচিপত্রঃ ল্যাপটপ স্লো? মাত্র ১০ টিপসেই করে ফেলুন সুপার ফাস্ট
অপ্রয়োজনীয় স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ করুন
স্লো ল্যাপটপকে ফাস্ট করার জন্য আপনাকে অপ্রয়োজনীয় স্ট্যাটাস প্রোগ্রাম বন্ধ
করতে হবে । এটি আপনার ল্যাপটপকে ফাস্ট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করবে । আপনি আপনার ল্যাপটপ টিকে যখন অন করেন তখন স্বয়ংক্রিয়ভাবে অনেক
প্রোগ্রাম চালু হয়ে যায় । এই স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম চালু হওয়ায়
আপনার সিস্টেমের র্যাম এবং প্রসেসরের উপর খুবই প্রভাব ফেলে
। স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রামগুলো চালু হওয়ার জন্য আপনাকে টাচ ম্যানেজার
থেকে স্টার্টআপ এ গিয়ে দেখে নিন কোন ফাইলগুলো অপ্রয়োজনীয় সেই অপ্রয়োজনীয়
ফাইলগুলো বন্ধ করতে হবে । তাহলেই আপনার ল্যাপটপ স্লো থেকে আগের তুলনায়
ফাস্ট হবে
আরো পড়ুনঃ কিভাবে ল্যাপটপ বন্ধ করতে হয় ?
টেম্পোরারি ফাইল ও ক্যাশ মুছে ফেলুন
আপনি কি জানেন কেন আপনার ল্যাপটপ এত স্লো সময়ের সাথে সাথে অনেক টেম্পোরারি ফাইল
তুমি আছে তা হয়তো আপনি জানেনই না যে এই টেম্পোরারি ফাইলগুলোই আপনার ল্যাপটপকে
ধীরগতি করে তুলতেছে জায়গা দখলের মাধ্যমে । এই ফাইলগুলো কি
আপনাকে রিমুভ করতে হবে ।উইন্ডোজ এ ডিস ক্লিনআপ বা সেটিংসে এ
গিয়ে এই ফাইলগুলোকে ডিলিট করা যায় ।
অনেক সময় বড় আকারের ক্যাশ ডেটা
সিস্টেমকে স্লো করে দেয় সেজন্য নিয়মিতভাবে আপনাকে ক্যাশও মুছে ফেলতে হবে
। প্রতি পনের দিন পর পর যদি আপনি এগুলা সঠিকভাবে মুছে ফেলেন তাহলে আপনার
ল্যাপটপ আগে তুলনায় ফার্স্ট হবে বলে আশা করা যায় ।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ সীমিত করুন
আপনার ল্যাপটপের অ্যাপ গুলো একদিন দুইদিন একটা দুইটা করে অনেকগুলো হয়ে গেছে এই
ব্যাকগ্রাউন্ড অ্যাপ গুলো কে আপনার সীমিত করতে হবে । ব্যাকগ্রাউন্ড অ্যাপ
গুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যার ফলে ইন্টারনেট ব্রাউজিং ব্যাটারি
পারফরম্যান্স এগুলোর উপরে অনেক চাপ পড়ে ।যেই অ্যাপ গুলো দরকার নেই সেগুলোকে
ব্যাকগ্রাউন্ড এ রাখা যাবে না । এই ব্যাকগ্রাউন্ড এডগুলোকে বন্ধ করার জন্য
াকে যেতে হবে উইন্ডোজের সেটিংস থেকে প্রাইভেসি প্রাইভেসি থেকে ব্যাকগ্রাউন্ড
অ্যাপস যেগুলো দরকার নেই সেগুলোকে বন্ধ করে দিন । এতে করে আপনার স্লো
ল্যাপটপ হয়ে যাবে সুপারফাস্ট ।
হার্ড ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করুন
আপনার স্লো ল্যাপটপে এখনো যদি HDD ব্যবহার করে
থাকেন তাহলে ডিফ্র্যাগমেন্ট করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
। ডিফ্র্যাগমেন্ট হলো হার্ড ড্রাইভের ছোট ছোট টুকরো হয়ে ছড়িয়ে আছে । এর ফলে
আপনি যখন আপনার ল্যাপটপে কোন ডেটা খুঁজতে যান তখন এই ডেটা ছড়িয়ে ছিটিয়ে থাকার
কারণে ডেটা গুলোকে খুঁজতে অনেক সময় লাগে । সে জন্য
ডিফ্র্যাগমেন্ট করার মাধ্যমে আপনার হার্ড ড্রাইভ কে ছড়িয়ে
ছিটিয়ে থাকা ডেটা গুলোকে সুশৃংখলভাবে সাজিয়ে তোলে । এর ফলে আপনার স্লো
ল্যাপটপ আগে তুলনায় ফাস্ট হবে । সেই সাথে সাথে আপনার কাজগুলো অনেক দ্রুততার
সাথে সম্পন্ন হবে । এবং আপনিও কাজ করে মজা পাবেন ।
SSD ইনস্টল করুন
ল্যাপটপ স্লো তাইতো আপনার ল্যাপটপ কি সুপারফাস্ট করার জন্য SSD ইন্সটল
করুন এবং আপনার ল্যাপটপকে আগের জীবন ফিরিয়ে দিন । আপনি যদি পুরনো HDD
এর বদলে SSD লাগান তাহলে আপনার ল্যাপটপ ফাস্ট হবে । আপনার প্রশ্ন আসতে পারে
যে আমি কেন SSD লাগাবো? তাহলে চলুন জেনে নিই কেন SSD লাগাবেন
। আপনি যখন SSD লাগাবেন তারপর থেকে ল্যাপটপ বুট হবে চোখের পলকে (৫–১০
সেকেন্ডে) । সফটওয়্যার খুলবে দ্রুত গতিতে ।HDD তে ফাইল কপি করতে যেই সময়
লাগতো তার থেকে অনেক কম সময় লাগবে যখন আপনি SSD ইন্সটল করার পর । সুতরাং
আপনার স্লো ল্যাপটপকে সুপারফাস্ট করার জন্য এসএসডি ইন্সটল করা আপনার জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ ।
আরো পড়ুনঃ কিভাবে SSD ইন্সটল করতে হয় ?
র্যাম (RAM) আপগ্রেড করুন
স্লো ল্যাপটপ কে সুপারফাস্ট করার জন্য আপনাকে র্যাম আপগ্রেড করতে হবে
। আপনার ব্রাউজারে একাধিক ট্যাব খোলা থাকলে র্যাম অনেক দ্রুত ফুরিয়ে
যায় । ফলে ল্যাপটপ ফার্স্ট হওয়ার পরিবর্তে স্লো হয়ে যায় । আপনার
ল্যাপটপের যদি 4GB র্যাম হয় তাহলে 8GB জিবি র্যামে আপগ্রেড করলে অনেক ভালো হয়
আবার যদি আপনার 8GB র্যাম থাকে 16GB র্যাম এ আপগ্রেড করলে
আপনার ল্যাপটপের পারফরম্যান্স অনেক বৃদ্ধি পাবে । প্রথমে আপনাকে আপনার
ল্যাপটপের জায়গা চেক করতে হবে কতটুকু র্যাম সাপোর্ট করে তা জেনে নিতে হবে
। তাহলে আপনার ল্যাপটপ ফাস্ট হবে ।
আরো পড়ুনঃ কিভাবে র্যাম আপগ্রেড করবেন ?
ভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যান করুন
আপনার সুপারফাস্ট ল্যাপটপকে স্লো করে দেওয়ার জন্য ভাইরাস ই যথেষ্ট । ভাইরাস
ম্যালয়ের বা স্পাইওয়্যার ল্যাপটপ এর জন্য অনেক ক্ষতিকর নিমিষেই আপনার ল্যাপটপকে
মারাত্মকভাবে স্লো করে দিতে পারে । ভাইরাস থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমে
এন্টিভাইরাস ব্যবহার করতে হবে সব ধরনের এন্টিভাইরাস ব্যবহার করা যাবে না
। ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করে নিয়মিত স্ক্যান করুন । উইন্ডোজ
ডিফেন্ডার ও ভালো কাজ করে । ভালো কাজ করে তখন যখন আপনি রেগুলার আপডেট রাখবেন
। এর পাশাপাশি আপনাকে সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে থাকতে হবে ভুলেও ঢোকা
যাবে না । এসব ওয়েবসাইটকে এড়িয়ে চলতে হবে ।
সফটওয়্যার ও উইন্ডোজ আপডেট রাখুন
ল্যাপটপ স্লো থেকে সুপারফাস্ট করার জন্য আপনাকে অবশ্যই সফটওয়্যার এবং উইন্ডোজ
আপডেট রাখতে হবে । আমরা অধিকাংশই ভুল ধারণার মধ্যে আছি যে উইন্ডোজ আপডেট
মানেই নতুন কিছু যুক্ত হবে তারপরে ল্যাপটপ স্লো হয়ে যাবে এটা একদমই ভুল ধারণা
। আসলে আপডেট হলো পারফরম্যান্স বৃদ্ধি এবং বিভিন্ন বাগ সমস্যা সমাধানের
মাধ্যম । সফটওয়্যার ও উইন্ডোজ আপডেট এর পাশাপাশি আপনি খেয়াল করুন ডিভাইস
ম্যানেজার থেকে আপনার ড্রাইভার কি আপডেট চাচ্ছে কিনা যদি আপডেট চাই তাহলে
সে ড্রাইভারকে আপডেট করুন । এতে করে আপনার স্লো ল্যাপটপটি আগের তুলনায়
ফাস্ট হবে ।
আরো পড়ুনঃ উইন্ডোজ ১০ আপডেট করার নিয়ম
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন
ল্যাপটপ স্লো হওয়ার পিছনে বড় কারণ হতে পারে অপ্রয়োজনীয়
অ্যাপ আনইনস্টল না করা ।ল্যাপটপে যত অ্যাপ জমে আছে, সবই কি আপনার দরকার
? অনেক সময় আমরা ব্যবহার না করা প্রোগ্রাম রেখে দিই, যা শুধু জায়গা দখল আর
স্পিড কমায় । সমাধান খুব সহজ—Start Menu থেকে Settings → Apps খুলুন, যে অ্যাপ
কাজে লাগে না সেটি সিলেক্ট করে Uninstall চাপুন । কিছু অ্যাপ রিস্টার্ট চাইলে
চিন্তা নেই, “হ্যাঁ” দিয়ে দিন । ব্যস! আপনার ল্যাপটপ এখন অনেক হালকা আর দ্রুত হয়ে
যাবে ।
আমার মতামতঃ ল্যাপটপ স্লো? মাত্র ১০ টিপসেই করে ফেলুন সুপার ফাস্ট
ল্যাপটপ স্লো? মাত্র ১০ টিপসেই করে ফেলুন সুপার ফাস্ট এই ১০টি টিপস মেনে চললেই
আপনার ল্যাপটপ আবার ফাস্ট, হালকা আর সুখী হয়ে উঠবে । নিয়মিত রক্ষণাবেক্ষণ করলেই
দীর্ঘদিন এভাবে ব্যবহার করা সম্ভব । SSD ইনস্টল ও স্টার্টআপ এই দুইটা কমানো
সবচেয়ে বেশি প্রভাব ফেলে । তবে অন্যান্য টিপসও সমান জরুরি, কারণ সবগুলো মিলে
ল্যাপটপের পারফরম্যান্স পুরোপুরি ঠিক রাখে ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url