কিভাবে সিরি পুরো পর্দায় আনবেন — আইওএস ১৪ ও আইপ্যাডওএস ১৪

আপনি যদি আইফোন বা আইপ্যাড ব্যাবহার করে থাকেন তাহলে এই পোস্ট টি আপনার জন্য । আইওএস ১৪ ও আইপ্যাডওএস ১৪ তে কিভাবে সিরি পুরো পর্দায় আনবেন সেটি কিভাবে কাজ করে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন ।
কিভাবে-সিরি-পুরো-পর্দায়-আনবেন-আইওএস-১৪-ও-আইপ্যাডওএস-১৪
আপনি আপনার আইফোনে সিরিকে আরো আকর্ষণীয় করতে চাচ্ছেন । আজকের এই আর্টিকেল থেকে জানতে পারবেন কিভাবে সিরি ব্যাবহার করলে আর পুরো পর্দা ঢেকে যাবে না তাহলে চলুন সিরি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক । 

পেজ সূচিপত্রঃ কিভাবে সিরি পুরো পর্দায় আনবেন

কিভাবে সিরি পুরো পর্দায় আনবেন

আপনি কিভাবে সিরি পুরো পর্দায় আনবেন সেটা এখন জানতে পারবেন । বর্তমান যুগে স্মার্ট ফোন ছাড়া আমরা এক ধরনের অচল বলতে পারেন কারণ স্মার্টফোন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে । এই স্মার্টফোনের ভেতরের সিরি আমাদের জীবনকে আরো সহজ করে দিয়েছে তবে এই সিরি ব্যবহার করতে পারবেন যারা আইফোন বা আইপ্যাড বা এপল টিভি অর্থাৎ অ্যাপলের ডিভাইস গুলো ব্যবহার করে থাকেন তারা সিরির সুবিধা গুলো পেয়ে থাকবেন । সিরির মাধ্যমে এই স্মার্ট পৃথিবীর সাথে তাল মিলিয়ে আপনিও স্মার্টলি যে কোন কাজ খুব তাড়াতাড়ি সম্পাদন করতে পারেন আইওএস ১৪ ও আইপ্যাডওএস ১৪ তে নতুন ডিজাইন ব্যাকগ্রাউন্ড এর সম্পূর্ণভাবে না ঢাকলেও পুরো ব্যাকগ্রাউন্ড কে ব্লার করে দিচ্ছে যাতে করে ফোকাস শুধু সিরির দিকেই থাকবে ।  


সিরি আপনার আইফোন আইপ্যাড ব্যাবহার আরো আকর্ষণীয় করবে । তাই এই সুযোগ হাত ছাড়া করা কোন ভাবেই কাম্য হবে । আগের তুলনায় কিভাবে আরো স্মাটলি ব্যাবহার করতে পারেন তা নিয়েই আজকেই এই পোস্ট । কিন্তু কিভাবে আপনি সিরি পুরো পর্দায় আনবেন আইওএস ১৪ ও আইপ্যাডওএস ১৪  তে অধিকাংশ মানুষ জন সেটা ব্যাবহার করতে জানেই না । আবার অনেকে আছে বিষয় টা বুঝে বা জানে কিন্তু ব্যাবহার করতে সক্ষম নয় । তাহলে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কিভাবে আপনি পুরো পর্দায় সিরি ব্যাবহার করবেন । 

প্রথমে আপনার আইফোনের Settings এ যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি Accessbility তে যাবেন। তারপর আক্সেসবিলিটিতে যাওয়ার পর স্ক্রোল করে নিচের দিকে নামবেন নামার পর আপনি Siri অপশন দেখতে পাবেন । তারপর সিরিতে ক্লিক করুন তারপর  নিচের দিকে খেয়াল করুন সেখানে লিখা আছে Show Apps Bihind Siri এখানে খেয়াল করুন বাটুন টি অন করা অবস্থায় আছে । ঠিক ওই অন করা বাটুনেই আবার প্রেস করুন তারপর দেখবেন অফ হয়ে গেছে । অফ হয়ে যাওয়ার পর আপনার ওখানে আর কোন কাজ নেই আপনার কাজ ওকে হয়ে গিয়েছে ।

এরপর থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ঝাপসা দেখাবে । এর ফলে পুরো ফোকাস সিরিতে থাকবে  আপনি শুধু আপনার কাঙ্ক্ষিত বিষয় টুকু মনোযোগের সাথে দেখতে ও পড়তে পারবেন। ব্যাকগ্রাউন্ড থাকা সব অ্যাপ বা লিখা ভিডিও যাই থাকুক সব ব্লার হয়ে থাকবে । আশা করি পুরো বিষয় টি খুব ভালো করে বুজতে পেরেছেন । নিচে স্টেপ বাই স্টেপ স্ক্রিন শট এর মাধ্যমে দেখালাম যাতে করে আপনাদের বুজতে একদম সহজ হয় । নিচে স্টেপ বাই স্টেপ স্ক্রিন শট এর মাধ্যমে দেখালাম যাতে করে আপনাদের বুজতে একদম সহজ হয় ।  নিচের স্ক্রীন শট গুলো ভালো করে খেয়াল করুন তাহলেই আপনি বুঝে যাবেন কিভাবে সিরি পুরো পর্দায় আনবেন । 

প্রথমত আপনাকে Settings এ যেতে হবে — 

কিভাবে-সিরি-পুরো-পর্দায়-আনবেন-আইওএস-১৪-ও-আইপ্যাডওএস-১৪


দ্বিতীয়ত আপনাকে Accessbility তে যান —


তৃতীয়ত আপনাকে Siri তে চাপ দিতে হবে —


চতুর্থত আপনাকে অফ করতে হবে Show Apps Bihind অপশন On হয়ে আছে —


 পঞ্চমত আপনাকে প্রেস করে Show Apps Bihind অপশন Off করে দিন —



অবশেষে কাজটি সঠিক ভাবে সম্পূর্ণ হয়েছে — 


সিরি সম্পর্কে বিস্তারিত জানুন 

সিরি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট । সিরি হলো আপেল কোম্পানির তৈরি । যেইটা আসলে কৃত্রিম বুদ্ধি মত্তা যার মাধ্যমে ভয়েচের মাধ্যমে টাইপ করে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য কালেক্ট করতে পারেন যার শুরু ২০১১ সাল থেকে আইফোন ৪এস থেকে শুরু । যেইটা আমাদের প্রতিদিনের কাজ গুলোকে খুব দ্রত এবং সহজতর করে দেই । সিরি আইওএস ১৪ ও আইপ্যাড আইওএস ১৪ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরি আইফোন বা আইপ্যাড এর সকল কাজকে সহজ করে দেয় আপনি ধরেন কাওকে কল করতে চান  ধরলাম কাওকে মেসেজ পাঠাইতে চান সে ক্ষেত্রে আপনাকে নাম্বার ডায়াল করার দরকার নাই কারণ আপনি জাস্ট সিরিকে বলবেন আর সিরি নিজেই কাজ শুরু করে দিবে ।
কিভাবে-সিরি-পুরো-পর্দায়-আনবেন-আইওএস-১৪-ও-আইপ্যাডওএস-১৪
তাহলে বুজতে পারতেছেন সিরি আমাদের জীবনকে কতটা আরামদায়ক এবং সহজ করে দিয়েছে এখন আপনি বলতে পারে সিরি কিভাবে দৈনন্দিন জিবনের কাজ সহজ করে দেই । এটাও কি সম্ভব জি ভাই এটাও সম্ভব অনেক ভাবে সিরি প্রতিদিনের কাজ সহজ করে দেই সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক । শুধু তাই নয় ধরেন আপনি সকালে নির্দিষ্ট কোন সময় ঘুম থেকে উঠতে চান অথবা আপনি যদি চান আপনার কিছু ইম্পোর্টেন্ট কাজের কথা কেউ মনে করিয়ে দিক বা যদি মনে করিয়ে দিত তাহলে ভালো হতো কাউকে দরকার হবে না আপনি এই কাজটি সিরির মাধ্যমে করে নিতে পারবেন 
 

শুধু তাই নয় সিরি আপনাকে চলার পথ ও সহজ করে দিতে পারে । ধরেন আপনি কোন জায়গাতে গিয়েছেন ভুলে গিয়েছেন এখানে চিন্তার কিছু নেই আপনি শুধু সিরিকে বলবেন আপনার লোকেশন সিরি খুব দ্রুততার সঙ্গে বের করে দিবে প্রতিদিনের আবহাওয়া তো একই রকম যায় না তো ধরেন আজকে আপনি আবহাওয়া সম্পর্কে জানতে চাচ্ছেন আপনি শুধু সেই আবহাওয়ার খবর জানতে চান তাহলে সিরি আপনাকে আবহাওয়ার খবর দিয়ে দিবে  আপনি যদি তাড়াহুড়া জীবন কে গতিময় করতে চান তাহলে আইফোনের সিরি কে ব্যাবহার করতে ভুলবেন না । কারন আপনি আপনার ডেইলি জিবনের যেই কাজ গুলো টাইপ করে খুঁজে নিচ্ছেন সেগুলা আপনি অ্যাপল এর সিরি দিয়ে সহজেই বের করে নিতে পারেন ।  

কোন কোন ডিভাইসে সিরি আছে 

আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, এই সিরি অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের কাজকে সহজ করে দিচ্ছে । তাহলে এই সিরি কোন কোন ডিভাইসে আছে । চলুন কোন কোন ডিভাইসে সিরি আছে সেটা বিস্তারিত ভাবে আলোচনা করা যাক শুরুটা হয়েছিল আইফোন থেকে । এজন্য বেশিরভাগ মানুষের থেকে আইফোনে সিরি ব্যাবহার করে থাকে । সিরি এমন  একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে আপনি যদি গান শুনতে চান এটাও সম্ভব সিরির মাধ্যমে । সিরির মাধ্যমে অনেক কিছুই ব্যাবহার হয় যত বড় স্ক্রীন হবে তত বেশি সুবিধা ও মজা পাওয়া যাবে সিরি থেকে । তেমনিভাবে ম্যাকবুক এ সিরি ব্যবহৃত হয় ।     

ম্যাকবুক এ আপনি সিরির মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট খুঁজে পেতে পারেন সেগুলো ভয়েস কমান্ডের মাধ্যমে বললেই কাজগুলো সম্পন্ন করা সম্ভব । সিরি অ্যাপল ওয়াচ এ  সুন্দরভাবে কাজ করা যায় । ফোন কল ধরা থেকে শুরু করে অ্যাপল ওয়াচ এর অনেক ধরনের কাজ  সিরির মাধ্যমে করা সম্ভব । আপনি অ্যাপল টিভিতেও সিরি স্মুথ ভাবে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে অনেক মজা পাবেন । আপনি যদি মনে করেন, কোন মুভি দেখতে চান তাহলে জাস্ট বলবেন যে আমি এই নামের এই মুভিটা দেখতে চাই ।  

বলার সাথে সাথে সিরি খুব তাড়াতাড়ি আপনাকে সামনে সেই কাঙ্ক্ষিত ভিডিও বের করে দিবে অতএব বুঝা যাচ্ছে যে, অ্যাপেলের সব ডিভাইসে সিরি ব্যবহৃত হয় । তবে আইফোনের সকল ডিভাইসে কাজ করে না । আপনি হইতো অবাক হয়ে যাবেন কি ব্যাপার যেই সিরি অ্যাপল তৈরি করলো সেই অ্যাপল কোম্পানির সব আইফোনে নাকি কাজ করে না এটা কেমন কথা তাইনা । জি ভাই আপনি ঠিকি শুনছেন কারন আই ফোন ৪এস এর পর থেকে অ্যাপলের সিরি তৈরি হয়েছে । আশা করি প্রিয় পাঠকগন আপনি এই আর্টিকেল পড়ে পরিষ্কার বুজতে পেরেছেন যে সিরি কোন কোন ডিভাইসে রয়েছে ।

সিরি পুরো পর্দায় ব্যাবহারের সুবিধা

আইওএস ১৪ ও আইপ্যাডওএস ১৪ তে সিরি পুরো পর্দায় ব্যাবহারের অনেক  সুবিধা রয়েছে এ সময়ের আগে অনেকে যখন সিরি ব্যবহার করে তখন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন তার মোবাইল বাকিগুলা ব্যাকগ্রাউন্ডে দেখা যায় এতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে যদি সিরি পুরো পর্দা ব্যবহার করা হয় তাহলে ব্যাকগ্রাউন্ডের দৃশ্যগুলো ব্লার হয়ে থাকবে যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে থাকবে কোন কিছুই দেখা যাবে না তাহলে ব্যবহারকারীরা খুব সহজে মনোযোগ দিয়ে সিরি ব্যবহার করতে পারবে আপনি যেই ইনফরমেশন চাচ্ছেন সেই ইনফরমেশন গুলো স্ক্রিনে জুড়ে দেখাবে এতে সহজ ভাবে এবং স্পষ্টভাবে ব্যবহারকারীরা দেখতে পাবেন কোন সমস্যা হবে না । 

সিরি পুরো পর্দায় আনলে আপনি এরকম আরো অসংখ্য সুবিধা পেয়ে যাবেন ।সবচেয়ে বড় সুবিধা হলো আপনি সিরি পুরো পর্দায় আনলে আপনি যখন কোন প্রশ্নের উত্তর জানার জন্য সিরিকে জিজ্ঞেস করবেন তখন আপনার ফোনের ডিসপ্লের কোন কোন কিছু থাকলেও আপনার মনোযোগ সরাতে পারবে না আপনি পুরো মনোযোগ দিয়ে আপনার আগ্রহ অনুযায়ী প্রশ্নের উত্তর থাকবে যেই প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন এবং তা অনুযায়ী উত্তর পাবেন এবং এখানে আপনি ফোনের অন্য কোন অংশের মাধ্যমে মনোযোগ অন্যদিকে দিতে পারবেন না আপনার পুরো মনোযোগ থাকবে আপনার প্রশ্নের প্রতি ।

সিরি পুরো পর্দায় আনলে তাদের জন্য খুবই সুবিধা হবে যারা ছোট লেখা দেখতে পারেন না চোখের সমস্যা তাদের জন্য অনেক বড় উপকার হবে । যখন সিরি পুরো পর্দায় নিয়ে আসেন তখন লেখাটা বড় আকারে হবে এবং স্পষ্টভাবে দেখতে পারবেন তাহলে যাদের সমস্যা তাদের জন্য অনেক উপকার আসবে কোন কিছু থাকবে না ব্যাকগ্রাউন্ডে কিছু দেখা যাবে না শুধু যেই জিনিসটাকে ফোকাস করতে চান সেটাই থাকবে । তাদের জন্য পুরো পর্দায় ফিরিয়ে আনলে অনেক উপকার হয় সিরি পুরো পর্দায় আনলে শুধু বড়দের সুবিধা হবে সেটা কিন্তু না সিরি পুরো পর্দায় আনলে ছোট শিশুদেরও খুব ভালো উপকারে আসবে তারা সহজেই বিষয়টাকে বুঝতে পারবে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে ।

পুরো পর্দায় সিরি ব্যাবহারে কিছু অসুবিধা 

এতক্ষণ জানালাম পুরো পর্দায় সিরি নিয়ে আসলে অনেক উপকার হয় অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে । এবার দেখি পুরো পর্দায় সিরি নিয়ে আসলে কি কি অসুবিধা সম্মুখীন হতে পারেন । আপনি যখন পুরো পর্দায় সিরি নিয়ে আসবেন তখন আপনি যে কাজটা করতে ছিলেন যেই অ্যাপে বা সফটওয়্যার কাজ করতেছিলেন সেই অ্যাপটি সম্পূর্ণরূপে ব্লার হয়ে যাবে কিছুক্ষণ পর আপনি ভুলে যাবেন আপনি কি নিয়ে কাজ করতে ছিলেন এই অসুবিধার সবচেয়ে পড়বেন তারা যারা অনেক মাল্টিটাচকিং ব্যবহারকারী রয়েছেন আপনি যখন সিরি পুরো পর্দায় নিয়ে আসবেন ।     

আপনার ডিভাইসের উপর একটু প্রেসার বেশি পড়তে পারে ফলে আপনার ব্যাটারি খরচও বেড়ে যেতে পারে এতে ব্যাটারির উপর ইফেক্ট করতে পারে। সিরি পুরো পর্দায় আনলে যেমন বড় লেখাগুলো দেখা যাবে এর ফলে অনেকের জন্য সুবিধা হবে ঠিক তেমনভাবে অনেকের জন্য বড়লেখা অসুবিধা হতে পারে কারণ সবার চোখের দৃষ্টিশক্তি একরকম নয় অনেকের দেখা যাবে যে বড়লেখার কারণে চোখে চাপ সৃষ্টি হচ্ছে এজন্য পুরো পর্দায় ফিরিয়ে আনলে অনেকের থেকে সমস্যা হতে পারে আপনি ধরেন অনেক মজার কোন গেম খেলতে ছিলেন অথবা নাটক দেখতে ছিলেন অথবা গান শুনতে ছিলেন অথবা ওয়াজ শুনতে ছিলেন যদি হঠাৎ করে পুরো পর্দায় সিরি ওপেন হয় । 

তাহলে আগের যে অবস্থায় ছিলেন যে মোডে ছিলেন সে মোড়টাই নষ্ট হয়ে যাবে এতে করে বোঝা গেল যে পুরো পর্দায় সিরি নিয়ে আসলে যতটা সুবিধা জনক হবে ঠিক তেমন ভাবে কারো কাছে অসুবিধা অনেকের জন্য হতে পারে । বিশেষ করে যত দিন যাবে তত সিরি আপডেটেড হবে ফলে ফোনের যায়গা দখল করা শুরু করবে এতে করে যা হবে আপনার ফোনের প্রসেসরের উপর যেমন চাপ পড়বে তেমন ভাবে ব্যাটারিও ডাউন হওয়া শুরু করবে । তাই আমরা বলতে পারি যে অ্যাপলের সিরি আইফোন ওএস১৪ এবং আইপ্যাড ওএস১৪ তে সিরি পুরো পর্দায় আনলে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকলেও বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে ।   

ভয়েচের মাধ্যমে সিরিকে ব্যাবহার করা 

সিরিকে ভয়েসের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া অ্যাপেলের অত্যাধুনিক ভয়েস এসিস্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ স্মার্টফোনের যাবতীয় হাতের কাজগুলো আপনি ভয়েসের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন যেহেতু বয়সের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করবেন সেহেতু আপনার হাতের কোন দরকার নেই আপনি শুধু যেটা চান সেটাকে কমেন্ট করলেই যথেষ্ট বর্তমান পরিস্থিতিতে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে অনেক ব্যস্ত থাকি যদি এরকম সহায়তা করে তাহলে আমাদের জন্য অনেক বড় উপকার হয় আপনি যেহেতু হাতের কাজগুলো সিরিজ দিয়ে পড়াবেন সেহেতু আপনার প্রথম কাজ হবে প্রস্তুত করা । 
কিভাবে-সিরি-পুরো-পর্দায়-আনবেন-আইওএস-১৪-ও-আইপ্যাডওএস-১৪
প্রথমে সিরিকে প্রস্তুত করাইতে হবে যদি সিরি প্রস্তুত না করান তাহলে সে তার কাজ সঠিকভাবে করতে পারবে না আপনি ফ্রিজে ভয়েস এর মাধ্যমে রেডি করার জন্য ডাকতে পারেন হাই সিরি অথবা এই সিরি বলে সম্বোধন করতে পারেন এরপরে আপনার প্রয়োজনীয় যেটা চাচ্ছেন সেটা বলতে পারেন তাহলে সেটা ফিরিয়ে আপনাকে সম্পূর্ণরূপে রেডি করে দিবে যা আপনার সময় বাঁচিয়ে দিচ্ছে যে সময়টা করতে লাগবে ১০ মিনিট সিটির মাধ্যমে এটা আরো কম সময়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন । আশা করি আশা করি বুঝতে পেরেছেন যে প্রথমে আপনি কিভাবে সিরিকে ভয়েসের মাধ্যমে রেডি করবেন যাতে আপনার কাজগুলো সঠিকভাবে ফ্রি মাধ্যমে করে নিতে পারেন ।  

অ্যাপলের সিরি আপনাকে আরো অনেক ধরনের সুবিধা দিবে । ভয়েচ দিয়ে উপরে আমরা জেনেছি অনেক কিছু কমান্ড করে বের করা বা কল রিসিব করতে পারেন । এখন আরেকটি জানবো সেটা হলো ভয়েচের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ওপেন করা শুনে হইতো অবাক হতে পারেন কিন্তু আসলে এটায় সিরি কে যদি কমান্ড করেন হেয় সিরি ওপেন দী হুয়াটসঅ্যাপ সাথে হাথে ওপেন হয়ে যাবে । আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আপনি ছেলেকে কমেন্ট করে করতে পারবেন সেটা হলো এটি একটি মজার বিষয় যে ধরেন আপনি ফোন ইউজ করতেছেন হঠাৎ পাশের আপনার কোন বন্ধু বা অন্য কোন মানুষ আপনার হাত থেকে ফোন নিয়ে নিল আপনি সেই মুহূর্তে সিরিকে কমেন্ট করে আপনার ফোন লক করে দিতে পারেন এটা আসলেই অনেক বড় একটি সুবিধা বিশেষ করে আপনার সুরের হাত থেকে রক্ষা পাবেন ।     

অ্যাপেলের সিরির ভবিষ্যৎ তথ্য 

অ্যাপেলের সিরি ভবিষ্যতে আরো অত্যাধুনিক রূপে ফিরে আসতে যাচ্ছে এতটাই পাওয়ারফুল হতে যাচ্ছে আপনি জানলে শুধু অবাক হতেই থাকবেন । আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজনীয় হিসাব-নিকাশ প্রয়োজনীয় ইনফরমেশন সিরি বেছে রাখতে পারবে । আপনি শুধু আংশিক তথ্য বলবেন খুব দ্রুতার সঙ্গে সেটার পুরো তথ্য বের করে নিয়ে আসতে পারবে সিরি এতটাই পাওয়ারফুল হবে যে বুঝতে পারবে আপনি কখন কোন অ্যাপ এ কি কাজগুলো করতেছেন সেজন্য যখন যেটা প্রয়োজন সিরি আপনাকে সব দিতে প্রস্তুত । তাহলে বুঝতে পারতেছেন অ্যাপেলের সিরি ভবিষ্যতে কি ধরনের রুপ নিতে যাচ্ছে এ ধরনের পরিকল্পনা অ্যাপেল কর্তৃপক্ষ করতেছে ।


এই ধরনের কাজগুলো এই অবস্থাতেই করতে পারবে না একটু ধৈর্য ধরুন  অ্যাপেলের সিরি এরকমই পাওয়ারফুল হয়ে আগামীতে আসতেছে ।  Chatgpt যেরকম পাওয়ারফুল অ্যাপেলের সিরিও তার মতো পাওয়ারফুল হতে যাচ্ছে । সেই সাথে সাথে জিমিনি এআইও সংযোজন এর জন্য কথাবার্তা চলতেছে অ্যাপেলের সিরি তে তাহলে অ্যাপল ইউজার ভাবুন আপনাদের সিরি ভবিষ্যতে কতটা পাওয়ার ফুল হতে চলেছে । সুতরাং আমরা বলতেই পারি যে , অ্যাপেলের সিরি ভবিষ্যতে আরো আধনিক স্মার্ট ইন্টেলিজেন্ট হতে যাচ্ছে । সিরি সবচেয়ে নিরাপদ এতে কোন ভয় কাজ করবেনা তথ্য ফাঁশ হবেনা ব্যাবহার হয়ে সামনের দিন গুলতে আসতে যাচ্ছে  আমরা অপেক্ষা করবো স্মার্ট সিরি কে দেখার 

একটু ভাবেন এতো এতো ফিচার যদি অ্যাড হয় সিরিতে তাহলে কি পরিমান কাজের সময় ফাস্ট হবে কল্পনার বাহিরে । এই ফিচার গুলো যদি আমার এতো এতো সাহায্য করে এগুলাকে কাজে লাগিয়ে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো সিরি ভবিষ্যতে খুবই শক্তিশালী হতে চলেছে  আপনি আপনার ফ্রেন্ড দের কাছে খুব সহজে যেকোনো ইনফরমেশন ভয়েচ দিয়ে সিরির মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন । এটা খুব বড় সুবিধা আপনাকে আর খুঁজাখুঁজি করতে হবে শুধু নাম ধরে বলবেন সিরি সার্চ করে খুঁজে বের করে তার কাছে মেসেজ সেন্ট করে দিবে । ভাবতে পারেন সিরি কোন পর্যায়ে যাবে কত পাওয়ারফুল হবে এটা কল্পনার বাহিরে ।

সিরিকে দিয়ে একাধিক কমান্ড করা

শুধু একটি কাজ করার জন্য নয় আপনি চাইলে একাধিক কাজ করার জন্য সিরি ব্যবহার করতে পারেন । যেমন আপনি যদি চান আপনার ফোনের কোন কল রিসিভ করার জন্য সিরি ব্যবহার করবেন তাহলে যখন কোন কল আসবে তখন আপনি বলতে পারেন হেই সিরি প্লিজ একসেপ্ট দিস কল আবার একই সাথে আপনি সিরিকে বলতে পারেন যে কোন নাম্বার সেভ করার জন্য আপনি ফ্রি ইউজ করতে পারেন এভাবেই সিরিকে দিয়ে আপনি একাধিক কাজ করে নিতে পারেন আবার এর সাথে আরো কাজ যুক্ত করতে পারেন আপনি সেটিও সিরি আপনাকে করে দিতে সাহায্য করবে । 

তবে আপনাকে একটি বিষয়ে মাথায় রাখতে হবে যে একাধিক কাজ করে নেওয়ার ক্ষেত্রে আপনি যে কোন জটিল কাজগুলো দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে দিতে পারেন কারণ এই ক্ষেত্রে সিরি ভুল ভাবে আপনাকে কাজটা আপনার কাছে উপস্থাপন করতে পারে এভাবে সিরিকে দিয়ে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারেন । এভাবে সিরি আপনাকে দৈনন্দিন কাজে সহায়তা করবে এবং আপনি সিরির মাধ্যমে উপকৃত হবেন । সুতরাং আপনি এভাবেই সিরিকে দিয়ে এক বা একাধিক কাজ করে নিতে পারেন । এবং আপনার কাজগুলোকে খুব কম সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন ।  

সিরিকে দিয়ে একাধিক কমান্ড করার মাধ্যমে এ একসাথে অনেকগুলো কাজ করে নিতে পারবেন বলতে পারেন এই সিরি মেসেজটি ওপেন কর তারপরে রাফি নামের ছেলেকে মেসেজটি সেন্ড করে দাও ইংলিশ এ বলবেন সে তাৎক্ষণিকভাবে কাজটি সম্পন্ন করে ফেলবে তবে কিছু ক্ষেত্রে সিরি একাধিক কমান্ড নিয়ে সঠিকভাবে কাজ করতে পারে না । যদি আপনি রিলেটেড প্রশ্ন একাধিক কমান্ড করেন তাহলে সে বুঝতে পারে । তবে আলাদা আলাদা প্রশ্ন করলে ঠিক সহজে বুঝতে পারে না মাঝেমধ্যে ভুলভাল উত্তর দিয়ে থাকে এর জন্য আপনি যেটা করতে পারেন শর্টকাট ব্যবহার করতে পারেন । সরাসরি আপনি বেশ কয়েকটি কমান্ড যুক্ত করে রাখবেন তাহলে একবার কমান্ড করলেই আপনি অনেকগুলো কাজ একসাথে করে নিতে পারবেন । 

সাইড বাটন দিয়ে Siri  চালু করা

আপনি ভাবতে পারেন সিরি শুধু ভয়েস এর মাধ্যমে কাজ করে, আসলে কিন্তু সেটা না সিরি ব্যবহার করতে পারবেন টাইপ করার মাধ্যমেও এক্ষেত্রে সাইড বাটনের মাধ্যমে সিরি কাজ করে । আইফোন এবং আইপ্যাডে আরেকটি উন্নত ফিচার হলো সিরির ক্ষেত্রে আপনি চাইলে সাইট বাটন দিয়ে সবকিছু সক্রিয় করতে পারেন এক্ষেত্রে আপনাকে আপনার ফোনের সেটিংস ঠিক করতে হবে সেটিংস ঠিক করার ক্ষেত্রে আপনার ফোনের সেটিংসে যাবেন তারপর "প্রেস বাটন ফর সিঁড়ি" অপশনটি অন করে দিবেন। তাহলে আপনি সিরিজ চালু করতে পারবেন ।

এটা সুবিধা হল সব সময় আপনাকে সিরিকে  ভয়েজে ডাকতে হবে না আপনি টাইপ করার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন। সিরি চালু করার নিয়ম হলো আইফোনের  এর ডান পাশের সাইড বাটনটি কয়েক সেকেন্ড চেপে ধরে থাকলে স্ক্রিনে চলে আসে এবং আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী প্রশ্ন করতে পারেন সিরি তার উত্তর দিবে এই ক্ষেত্রে সিরি ব্যবহার করা সবচেয়ে সহজ উপায় এটার মাধ্যমে আপনার যেকোন প্রশ্ন আপনি লিখতে অথবা ভয়েসে বলে উত্তর পেয়ে যেতে পারেন যেটা আপনার প্রতিদিন এর কাজকে সহজ করে তুলবে ।

আপনি অনেক সময় যদি বাইরে অথবা জনগণসমৃদ্ধ এলাকায় থাকেন তখন ভয়েসে সিরি চালু করা করার থেকে আপনার সাইট বাটনে প্রেস করে সিরি চালু করা সহজ হয় কারণ যখন আপনি পাবলিক পূর্ণ জনগণ পণ্য এলাকায় থাকেন তখন আপনার ভয়েজে ফ্রি চালু করা কঠিন হয়ে পড়ে এক্ষেত্রে আপনি সাইড বাটনে ক্লিক করে সিরি চালু করতে পারবেন । এটি একটি আইওএস এর উন্নত ফিচার এটার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে পারবেন যেমন আপনি জিজ্ঞেস করতে পারেন আজকের ডেট কত অথবা আজকে কি বার এভাবে সিরিয়াল আপনাকে সাহায্য করতে পারবে ।             

মন্তব্যঃ কিভাবে সিরি পুরো পর্দায় আনবেন 

কিভাবে সিরি পুরো পর্দায় আনবেন আইওএস ১৪ ও আইপ্যাডওএস ১৪ তে এটা এই পোস্টের টাইটেল আপনার আইফোন এর গুরুত্বপূর্ণ সেটিংসের মধ্যে সিরি একটি যেটি মোবাইলে সেটিংস এর মাধ্যমে চালু করে আপনার দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে পারেন  একটি দিনের মধ্যে অনেক প্রশ্ন আপনার মাথায় আসতে পারে যেমন কয় তারিখ অথবা আবহাওয়ার খবর এসব কিছুই আপনি ভয়েসে বলে জেনে নিতে পারবেন সিরি সবথেকে বেশি উপকারে আসবে তাদের যাদের হাতে সময় খুব কম যারা সারাদিন খুব ব্যস্ততাই কাটে এক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর আপনি খুব কম সময়ে সহজে সিরির মাধ্যমে জেনে নিতে পারবেন । 

পরিশেষে বলা যায় যে আইফোন ১৪ অথবা আইওএস১৪ এর সিরি একটি জনপ্রিয় এবং সুবিধাজনক ফিচার সিরি দিয়ে আপনি দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে পারেন । আপনার যে কোন প্রশ্ন যেটা দৈনন্দিন জীবনের জন্য আপনার প্রয়োজনীয় আপনি সেগুলো সহজেই সিরির মাধ্যমে উত্তর পেয়ে যেতে পারেন এটি আপনাকে সহজ করে তুলবে দৈনন্দিন জীবনে আপনার মাথায় অনেক প্রশ্ন আসে সেগুলোর উত্তর এত সহজে পেয়ে যেতে পারেন সিরির মাধ্যমে যেটা আপনার যে কোন কাজকে সহজ করে তুলবে । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপডেট ধারার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url