5000 টাকায় কি ব্যবসা করা যায়
যারা অল্প
পুঁজিতে ব্যাবসা করতে চান তারা অনেকেই ভাবছেন কি ব্যাবসা করা যায়? আজকে আমি
জানাবো কিভাবে আপনি অল্প পুঁজিতে লাভজনক ব্যাবসা শুরু করতে পারেন। পুরা পোস্টটি
মনোযোগ সহকারে আপনাকে পড়তে হবে।
আজকে এই ব্লগে অল্প পুঁজিতে লাভজনক ব্যাবসা করা যায় এই ধরনের ১০টি ব্যাবসার
আইডিয়া নিয়ে আলোচনা করবো এর মধ্যে থেকে যেকোনো একটি ব্যাবসা শুরু করে ইনকাম শুরু
করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক।
পেজ সুচিপত্রঃ 5000 টাকায় কি ব্যবসা করা যায়
- 5000 টাকায় দেশি সবজির ব্যবসা
- বিকাশ ও ফ্লেক্সিলোড এর ব্যবসা
- ৫ হাজার টাকায় হ্যান্ডমেড পণ্য বিক্রি
- 5000 টাকায় মাছ বিক্রির ব্যবসা
- ৫০০০ টকায় হোম কুকিং ব্যবসা
- ৫ হাজারে হোমমেড কেকের ব্যবসা
- 5000 টাকায় চা স্টলের ব্যবসা
- ৫ হাজার টাকায় ঝাল মুড়ির ব্যবসা
- 5000 টাকায় ফুসকা বিক্রির ব্যবসা
- শেষকথাঃ 5000 টাকায় কি ব্যবসা করা যায়
5000 টাকায় দেশি সবজির ব্যবসা
5000 টাকায় কি ব্যবসা করা যায় এই প্রশ্নের উত্তর হচ্ছে দেশি সবজি বিক্রি করে
ব্যবসা করা। অল্প পরিমাণে জমিতে যেয়ে এই ব্যবসার জন্য শাক-সবজি চাষ শুরু করে দিতে
পারেন। যেমন লাল শাক কলমি শাক শসা পটল সরিষা তরই অল্প পরিসরে এই শাকসবজি গুলো
পালন করতে পারেন। এরপরে যখন বাজারজাত করার উপযুক্ত হবে তখন বাজারে গিয়ে ক্রেতাদের
কাছে বেশি লাভ করে বিক্রি করে ভালো পরিমাণে আয় করা সম্ভব।
আপনার লাভের অংশ দিয়ে আবার চারা কিনুন ঠিক একইভাবে আবার প্রস্তুত করুন তাহলে
ধীরে ধীরে আপনি ছোট ব্যবসা থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এই কাজটি আপনি 5000
টাকা দিয়ে শুরু করতে পারেন। আপনার যদি চাষ করার মতো ওই রকম জায়গা না থাকে তাহলে
আপনি গ্রাম থেকে পাইকারি কিনে শহরে বিক্রি করতে পারেন। শহরে সবজির দাম তুলনা মুলক
বেশি। কিন্তু গ্রামে তুলনা মুলক কম। এই সুযোগ টাকে আপনি কাজে লাগিয়ে ভালো লাভে
বিক্রি করতে পারেন।
বিকাশ ও ফ্লেক্সিলোড এর ব্যবসা
5000 টাকায় কি ব্যবসা করা যায় জি ভাই করা যায়। আপনি বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসার জন্য ৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন তখনই যখন
আপনার কাছে একটি স্মার্ট ফোন থাকবে। এই কথাটা বললাম এই জন্য
এখনকার মোটামুটি মানের স্মার্টফোন কিনতে গেলে প্রায় আট-দশ হাজার টাকার
মত লেগে যাবে কিন্তু আমরা বলছি ৫ হাজার টাকায় ব্যবসা শুরু করার আইডিয়া। সেজন্য
বলে নিলাম স্মার্টফোন যাদের আছে তারা ৫০০০ টাকায় এই ব্যবসা শুরু করতে
পারেন। এই ব্যবসাটি শুরু করার জন্য প্রথমে আপনাকে কি স্মার্ট ফোন লাগবে।
আরো পড়ুনঃ মাসে ২০০০০ টাকা আয় করার উপায়?
এর পরে ইন্টারনেট কানেকশন লাগবে তারপরে আপনার একটি এজেন্ট একাউন্ট থাকতে হবে। এই
ব্যবসাটা আপনি টেবিল চেয়ার নিয়ে মেইন রাস্তার ধারে বসার অথবা স্থানীয়
বাজারে বসতে পারেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার একাউন্টে ফ্লেক্সিলোড করে
রাখা 5000 টাকা আর বিকাশের জন্য আপাতত ক্যাশ আউট না করে ক্যাশ ইন করতে পারেন
আস্তে আস্তে লাভবান যখন হবেন গ্রাহক বাড়তে থাকবে ফলে আপনি দ্রুত ভালো
পরিমাণে আয় করতে পারেন করতে পারবেন।
৫ হাজার টাকায় হ্যান্ডমেড পণ্য বিক্রি
আপনার যদি হ্যান্ডমেড তৈরির অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি ৫ হাজার টাকার
মধ্যে হ্যান্ড মেডের উপকরণ কিনে এনে নিজে তৈরি করতে পারেন যেমন ব্রেসলেট,মোবাইল
কাভার ইত্যাদি যেগুলো বানাইতে পারেন সেগুলো তৈরি করুন এরপরে বিভিন্নভাবে
মার্কেটিং করে এগুলোকে বেশি দাম দিয়ে বিক্রি করে ফেলুন। সেই আয় গুলো দিয়ে আপনার
উপকরণ আরো কিনুন। দেখুন মানুষের কি ধরনের পছন্দ কি ধরনের বানাইলে বেশি বিক্রি
হবে।
সেগুলো বানিয়ে বিক্রি করে ভালো পরিমাণে আয় ইনকাম করতে পারেন। অনেক মানুষ আছে
যারা হ্যান্ডমেড জিনিস পছন্দ করে। আপনি বিভিন্ন ঘর সাজানোর জিনিস তৈরি করতে
পারেন। পুঁথি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় যেমন ব্যাগ টিস্যু
বক্স বিভিন্ন শোপিস এসব তৈরি করা যায় পুঁথি দিয়ে। আবার কাগজ দিয়ে অনেক সুন্দর
সুন্দর জিনিস তৈরি করা যায় যেগুলা ঘর সাজানোর কাজে ব্যবহার হয়।
অথবা আপনি কুশি কাটার কাজ করতে পারেন কুশিকাটা দিয়ে অনেক সুন্দর সুন্দর দরকারি
জিনিস এবং সৌখিন জিনিস তৈরি করা যায় যেমন সোফার পোষণ কভার কৌশান কাবার ডাইনিং
টেবিলের উপরে দেওয়ার জন্য রানার ফুলদানির নিচে দেওয়ার জন্য সুন্দর কুশিকাটার
জিনিস তৈরি করা যায় । এসব অ্যাডমিন জিনিস আপনি আপনার আশেপাশের মানুষের কাছে অথবা
অনলাইনে এই স্কুলে পেজ খুলে বিক্রি করতে পারেন অনেক মানুষ এ ধরনের জিনিস পছন্দ
করে।
5000 টাকায় মাছ বিক্রির ব্যবসা
৫০০০ টাকা দিয়ে ছোট মাছ বিক্রি করে আপনি খুব ভালো পরিমাণে লাভ করতে পারেন খুবই
লাভজনক একটি ব্যবসা আপনার আশেপাশে যদি এরকম থাকে যারা মাছ চাষ করে ছোট মাছ
বা যদি না করে থাকে তাহলে শুধুমাত্র ৫০০০ টাকার মধ্যে সংগ্রহ করুন এরপরে বাজারে
গিয়ে বিক্রি করতে পারেন এবং অনেক বেশি পরিমাণে লাভ করা সম্ভব। লাভের
পরিমাণ দিয়ে আস্তে আস্তে আপনার ব্যবসাকে বাড়াতে পারেন। অল্প টাকার মধ্যে মাছ
বিক্রি খুবই লাভজনক একটি ব্যবসা আপনি চাইলে শুটকি মাছের ব্যবসাও করতে পারেন।
কারণ এই মাছ পচনশীল মাছের মতো পচে না। শুটকি মাছ অনেক দিন সংরক্ষন করা যায়।
কোন বাজার থেকে পাইকারি দামে শুটকি মাছ কিনে এনে ১০০ গ্রাম ২০০ গ্রাম করে ছোট ছোট
প্যাকেট করে স্থানীয় বাজারে আশেপাশের মানুষের কাছে অথবা অনলাইনেও শুটকি মাছ
বিক্রি করতে পারবেন আপনি যদি শুটকি মাছের ব্যবসা করে থাকেন তাহলে একটি সুবিধা হল
আপনার একদিনের মাছ বিক্রি করার কোন চাপ থাকবে নামাঝে হতো প্রথম ছিল জিনিস মাছ
যেহেতু পচনশীল জিনিস সেও তো আপনি যদি তাজা মাছ সকালে কিনে সারাদিনে বিক্রি করতে
না পারেন তাহলে আপনার লস হয়ে যাবে কিন্তু শুটকি মাছের ক্ষেত্রে আপনি বিক্রি করতে
না পারলেও এটা অনেকদিন ভালো থাকে এবং আপনার ব্যবসায় লস হবে না।
৫০০০ টকায় হোম কুকিং ব্যবসা
হোমমেড ব্যবসা করে আপনি খুব দ্রুত সময়ে লাভবান হতে পারেন। এই ব্যবসাটি আপনি
খুব কম খরচে করতে পারবেন আলাদা আপনার দোকান ভাড়া নেওয়ার কোন প্রয়োজন নেই আর
বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খাবার থেকে মানুষ হোমমেড খাবারকে
বেশি পছন্দ করে থাকে রেস্টুরেন্টের খাবারগুলোতে অনেক ধরনের মসলা সুস্বাদু করার
জন্য ব্যবহৃত হয় কিন্তু হোমমেড খাবারে যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করার জন্য
মানুষ বেশি পছন্দ করে থাকে।আপনি ৫ হাজার টাকা দিয়ে শুরু করে ভালো পরিবারে আয়
করতে পারেন।
বাড়িতে বসে আপনি বিভিন্ন রুমের জিনিস বানাতে পারবেন। যেমন চানাচুর, ছোট নিমকি,
বাদাম ভাজা, ঝুরিভাজা, খাস্তা ইত্যাদি বানিয়ে আপনি দোকানে দোকানে গিয়ে পাইকারি
দিতে পারবেন আপনি চাইলে এসবের একটি দোকানও দিতে পারেন আবার যদি আপনি অনলাইনে
প্রচার প্রচারণা করতে পারেন তাহলে অনেক মানুষ আপনার থেকে এই হোমমেড খাবার গুলো
কিনবে এটার ক্ষেত্রে আপনি কয়েকটা উপকরণ দিয়েই সুন্দর সুন্দর খাবার বানাতে
পারবেন যেমন ময়দা, চিনি, আর তেল এগুলো দিয়ে এই জিনিসগুলো বানানো যায়। এটি
আপনার ক্ষেত্রে একটু ভালো সুযোগ হতে পারে।
৫ হাজারে হোমমেড কেকের ব্যবসা
আপনি যদি কেক বানানতে পারদর্শী হয়ে থাকেন তাহলে এই ব্যবসাটা আপনার জন্যয়। এই
ব্যবসাটি অনেক কম টাকা দিয়ে দিয়ে শুরু করতে পারেন। শুরুতে ফেসবুক পেজ খুলে বাড়ি
থেকেই শুরু করতে পারেন মানুষের অর্ডার নিয়ে সে অনুযায়ী ডেলিভারি দিবেন। বার্থডে
কেক বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আপনাকে প্রথমে কিনতে হবে যেমন ময়দা
চিনি তেল বিভিন্ন আকারের কেক বানানোর জন্য কিছু উপকরণ প্রয়োজন।
বিভিন্ন রকম মোল্ড প্রয়োজন অনুযায়ী নজেল হুইপ ক্রিম, ক্রিম কালার করার জন্য
বিভিন্ন রকম কালার। আপনার যেহেতু 5000 টাকা বাজেট ছোট ব্যবসার ক্ষেত্রে আপনি আপনার চুলাই কেক
বানাতে পারবেন যখন আপনার বড় ব্যবসা হবে তখন ব্যাপার অন্যরকম তখন আপনি
মাইক্রোওভেনে বানাতে পারবেন। কেক ব্যবসার জন্য আপনার দরকার একটি ফেসবুক পেজ যেখানে মানুষ আপনাকে কেক অর্ডার
করবে আপনি বানিয়ে ডেলিভারি করবেন।
আপনি বিভিন্ন রকম কেক ডেকোরেশন করে ফেসবুকে ছবি পোস্ট করবেন মানুষ আপনার
ডিজাইন দেখে আপনার কাজের দক্ষতা দেখে আপনার কেক অর্ডার করবে এবং আপনি তাদের
পছন্দ অনুযায়ী কেক বানিয়ে তাদেরকে ডেলিভারি করবেন আপনাকে আপনার আশেপাশের
এলাকার মধ্যেই কে ক বিক্রি করতে হবে কারণ আপনি দূরে ডেলিভারি দিতে পারবেন না
কেক ভেঙে যেতে পারে। অর্থাৎ পাঁচ হাজার টাকার মধ্যে কেকের ব্যবসা খুবই লাভজনক
একটি ব্যবসা হতে পারে।
5000 টাকায় চা স্টলের ব্যবসা
যদি আপনার বাজেট হয় ৫ হাজার টাকা তাহলে চায়ের ব্যবসা একটি খুবই লাভজনক ব্যবসা
হবে আপনার জন্য। চাইল্ডস্টল খুব অল্প পরিষেবা শুরু করা যায় আবার বড় পরিসরেও
শুরু করা যায় আপনি যেহেতু ছোট উদ্যোক্তা সে ক্ষেত্রে আপনি প্রথমে ছোট পরিসরে চার
ব্যবসা শুরু করবেন বিভিন্ন মোড়ে রাস্তার পাশে অথবা জনসমাগম পণ্য এলাকায় আপনি
চায়ের স্টল দিতে পারেন চায়ের সাথে বিস্কুট কেক সিগারেট এসবও রাখতে পারেন। যদি
নির্দিষ্ট এরকম জায়গা না থাকে স্টল দেওয়ার মতো তাহলে আপনি একটি বরফ লাগছে
বড় ফ্লাক্সে যা নিয়ে বিভিন্ন জনসমাগম পণ্য জায়গায় চা বিক্রি করতে পারেন অথবা
বিভিন্ন ভ্রমণের জায়গা আছে যেখানে মানুষের সমাগম প্রতিদিনই থাকে কিন্তু ওই
জায়গায় চারি স্টল চায়ের স্টল অথবা ওরকম খাবার কোন জিনিস পাওয়া যায় না এরকম
জায়গাকে টার্গেট করে আপনার চায়ের ব্যবসা আপনি শুরু করতে পারবেন এটি খুবই লাভজনক
ব্যবসা এবং প্রায় সব মানুষই রেগুলার চা খেয়ে অভ্যস্ত এ বিষয়টা আপনার কাজে
লাগতে পারে এবং আপনার চায়ের ব্যবসা খুব ভালোভাবে চলবে এবং আপনি 5000 টাকার মধ্যে
ইনকাম করতে পারবেন। 5000 টাকায় কি ব্যবসা করা যায় আশা করি এর উত্তর পেয়ে গেছেন।
৫ হাজার টাকায় ঝাল মুড়ির ব্যবসা
অনেকে বলেন 5000 টাকায় কি ব্যবসা করা যায় আপনি ৫ হাজার টাকার মধ্যে খুব ভালো করে ইউসরে ঝালমুড়ির ব্যবসা শুরু করতে পারবেন
আমার মনে হয় এটি খুব ভালো ব্যবসা হবে আপনার জন্য কারণ খুব কম মানুষই আছে যারা
ঝালমুড়ি পছন্দ করে না বেশিরভাগ মানুষই মুখ মুখস্ত খাবার হিসেবে ঝালমুড়ি পছন্দ
করে। বিভিন্ন জনসমাগম পূর্ণ এলাকায় আপনি প্রতিদিন ঝালমুড়ি নিয়ে বসতে পারেন
মানুষ যখন বাইরে যায় তারা ঝালমুড়ি খেতে পছন্দ করে। ঝালমুড়ি ব্যবসা খুব সহজে
শুরু করা যায়
কারণ এটি খুব অল্প উপকরণ নিয়ে তৈরি করা যায়। বাসায় বিভিন্ন রকম মসলা দিয়ে আপনি ঝালমুড়ির সুন্দর তেল বানাবেন শশা মরিচ
পেঁয়াজ চানাচুর এসব দিয়ে মুড়ি মাখিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটি খুব
ভালোভাবেই চলবে আপনি চাইলে বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলোতে প্রতিদিনই মানুষের
সমাগম দেখা যায় সেসব জায়গায় আপনি ঝাল মুড়ি বিক্রি করতে পারবেন এটা থেকে আপনি
দিনে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ক ব্যবসা কারণ এখানে কম
ইনভেস্টমেন্টে বেশি লাভ করা যায়।
5000 টাকায় ফুসকা বিক্রির ব্যবসা
আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ফুচকার ব্যবসা শুরু করতে পারবেন এটি খুবই ভালো একটি
ব্যবসা প্রায় সব মানুষই ফুচকা পছন্দ করে সবাই বাইরে গেলে অথবা কোন জায়গায়
ঘুরতে গেলে ফুসকাই খোঁজে খাওয়ার জন্য আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি
এবং বেশি লাভে বিক্রি করতে পারবেন ফুচকা আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন ফুচকা
বাড়িতে বানিয়ে ভেজে নিয়ে আপনি বের হবেন আরো যেগুলো উপকরণ লাগবে সেগুলো নিবেন
সাথে।
আরো পড়ুনঃ দিনে ২০০ থেকে ৫০০ টাকা আয়
জন সমাগম্পন্ন কোন জায়গায় আপনার ফুচকা নিয়ে বসতে পারে মানুষ ফুচকা খেতে পছন্দ
করে এজন্য আপনার ব্যবসা খুব ভালো ভাবেই চলবে। ফুচকা সাথে আপনি চটপটিও সাথে রাখতে
পারেন এটিও মানুষ পছন্দ করে মানুষ আপনার কাছ থেকে ফুচকা চটপটি কিনে খাবে এবং
আপনার তাদের কাছে বিক্রি করে ভালো পরিমাণে আয় হবে। 5000 টাকায় কি ব্যবসা করা যায় হ্যাঁ পাঁচ হাজার টাকার মধ্যে ফুচকা
চটপটির ব্যবসায় একটি খুব ভালো ব্যবসা আপনার জন্য আপনি চাইলে এটি করতে পারেন।
শেষকথাঃ 5000 টাকায় কি ব্যবসা করা যায়
5000 টাকায় কি ব্যবসা করা যায় এই বিষয় নিয়ে উপরোক্ত ব্যবসাগুলো থেকে আপনি আইডিয়া নিয়ে 5000 টাকার মধ্যে ব্যবসা শুরু করতে
পারেন আমি যে আইডিয়া গুলোর কথা বলেছি আশা করি এগুলো আপনার কাজে লাগবে এবং এই
অনুযায়ী আপনি লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন। আপনি ৫০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু
করে খুব ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব যদি আপনি এই ব্যবসা গুলো করেন । এই পোস্টটি
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এ বিষয়ে আপনার কোন পূর্ব অভিজ্ঞতা থাকলে
আমাদের জানাতে পারেন।



আপডেট ধারার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url