৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

বিয়ের দাওয়াত পেয়েছেন কিন্তু তেমন বাজেট নাই ভালো গিফট দেওয়ার এখন ভাবতেছেন যদি অল্প দামের মধ্যে গিফট আইডিয়া পেতাম তাহলে ভালো হতো। তাহলে এই পোস্টটি আপনার জন্যয়।  
৫০০-থেকে-১০০০-টাকার-মধ্যে-বিয়ের-গিফট
৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট থাকছে আজকের এই ব্লগে। অল্প দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর গিফট উপহার দিতে পারেন। এই বিষয়ে আজকে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন তার জন্য এই আর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। 

পেজ সূচিপত্রঃ ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট 

৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে অনেক কিছুই দেওয়া যায় যেগুলো বিবাহিত সেই দম্পতির কাজে লাগবে যেমন ওয়ালমেট, কাপল ঘড়ি সেট, শাড়ি ফটো ফ্রেম অথবা তাদের বিয়ের তারিখ লিখে সুন্দর একটি ফ্রেম বানিয়ে দিতে পারেন অনেক কিচেন এক্সেসরিজ আছে যেগুলো আপনি দিতে পারেন তাদের সংসারের প্রয়োজন অনুসারে যেমন কাপ সেট , সোপ সেট, প্লেট সেট, গ্লাস সেট, রান্নার ফ্রাইপ্যান, হাড়ি পাতিল,বাটি সেট ইত্যাদি। আপনার যদি বন্ধু অথবা বান্ধবীর বিয়ে হয় সে ক্ষেত্রে আপনি বন্ধু হিসেবে অথবা বান্ধবী হিসাবে অনেক মজার মজার গিফট দিতে পারেন। 

যেই গিফট গুলো দেখলে আপনার বান্ধবী অথবা বন্ধু আপনাকে বারবার মনে করবে যেই গিফট গুলো সেগুলো হলো তাদের কোন ছবি তুলে সেটি ফটো ফ্রেমে বাঁধিয়ে গিফট করতে পারেন অথবা তাদের দুজনের সম্পর্কে সুন্দর সুন্দর কথা লিখে তাদের বিয়ের তারিখ দিয়ে একটি ফ্রেম বানিয়ে দিতে পারেন অথবা কোন ওয়ালমেট দিতে পারেন যেগুলো দেখলে আপনার বান্ধবী অথবা বন্ধুর আপনার কথা মনে পড়বে। আরো অনেক গিফট আছে যেগুলো আপনি মজা করেও দিতে পারেন আপনার বন্ধুবান্ধবীর বিয়েতে আপনি মজা করার জন্য তাদের বাচ্চার জন্য কোন খেলনা দিতে পারেন এটি একটি অনেক মজাদার বিষয় হবে।

৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট 

৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট কিনে আপনার প্রিয়জনদের কে উপহার দিতে পারেন। গিফট সবাই পছন্দ করে। গিফট দিয়ে যে কাওকে খুশি করা সম্ভব। আমাদের মধ্যে ও অনেকেরি একটা ধারণা রয়েছে সেটা হলো গিফট কিনতে অনেক টাকা পয়সার দরকার। বাস্তবে আপনি যেকোনো বিয়েতে খুব অল্প পরিমানে কিছু টাকা দিয়ে আকর্ষণীয় গিফট কিনে আপনার কাছের মানুষদের কে সারপ্রাইজ দিতে পারেন। এখন আমি আপনাকে জানাইতে চলেছি কিভাবে ৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট কিনবেন।

আপনি পাঁচ শত টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর সাজসজ্জার জিনিসপত্র কিনতে পারেন। যেমন আপনি দিতে পারেন টেবিল শো পিস। টেবিল শো পিস আপনার জন্য বেটার চয়েস হতে পারে কারণ এই জিনিসপত্র ঘরে রাখলে ঘরের সৌন্দর্য অনেক গুন বেড়ে যায়। এর মধ্যে কৃত্তিম ফুল বা ফল গাছের ফুলদানি তবে সিরামিক হলে খুবী আকর্ষণীয় হবে। অ্যাকুরিয়াম ও ভালো গিফট হতে পারে। ছোট অ্যাকুরিয়াম ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনি দারাজে ভিজিট করে দেখতে পারেন অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন।  

বর্তমানে অনেক প্রাণীর ভাস্কর্য পাওয়া যায় সেগুলো দিতে পারেন। ইসলামিক কালচারাল কিছু আইকন গিফট করতে পারেন যেমন মসজিদ, আরবি লিখা অয়ালমেট, অয়াল ঘুড়ি এই জিনিস গুলো যেকোনো বিয়েতে গিফট করতে পারেন। আপনি ৫০০ টাকার মধ্যে এই গিফট গুলো দিয়ে মানুষের মন জয় করতে পারে। আপনি চাইলে কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন ডিজাইনের নকশা গিফট করতে পারেন। এর পর আপনি ফটো ফ্রেম বিয়েতে গিফট করতে পারেন। এ ছাড়াও গাছের টবকে ও এই তালিকায় রাখতে পারেন। 

বিয়েতে পাঁচ শত টাকা দিয়ে চামুস সেট গিফট করতে পারেন। পানির পট বা পানির জগ ও দিতে পারেন। ছোট মানের মিরর গিফট করতে পারেন। এটা অনেক প্রয়োজনীয় হতে গিফট হতে পারে। অল্প টাকার মধ্যে বাটি বা বোল বিয়েতে গিফট করতে পারেন। আপনি ভালো মানের স্প্রে গিফট করতে পারেন। ৫০০ টাকার মধ্যে ভালো মানের বডি স্প্রে পেয়ে যাবেন চকলেট কেনা পছন্দ করে আপনি চকলেট বক্স গিফট করতে পারেন। আপনি ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে এই গিফট গুলো বিয়েতে দিতে পারেন আশা করি অনেক আইডিয়া পেয়ে গেছেন।

৮০০ টাকার মধ্যে বিয়ের গিফট

৮০০ টাকার মধ্যেও আপনি অনেক সুন্দর সুন্দর গিফট দিতে পারেন যেই গিফট গুলো আপনি দিতে পারবেন সেগুলো হলো কাপল ঘড়ি আজকাল অনেক সুন্দর সুন্দর ছেলে এবং মেয়েদের জন্য  ম্যাচিং কাপল ঘড়ি সেট পাওয়া যায় অনলাইনে এবং বাজারে যেকোনো জায়গাতেই আপনি এই ঘড়ি সেট পেয়ে যাবেন। ৮০০ টাকার মধ্যে মোটামুটি ভালো মানেরই ঘড়ি পেয়ে যাবেন এটি দিলে বিবাহিত দম্পতি অনেক খুশি হবে। আবার আপনি চাইলে দুজনের ছবি দিয়ে কাস্টমাইজ করে মগ বানিয়ে দিতে পারেন। 

এই গিফট গুলো সবার কাছে অনেক স্পেশাল হয় ৮০০ টাকার মধ্যে আপনি কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আবার আপনি চাইলে ৮০০ টাকার মধ্যে শাড়ি চুরি কম্বো সেট দিতে পারেন। আজকাল অনলাইনে এই সারী চুরি কম্বো সেটগুলো খুব ট্রেন্ডিং আছে এগুলো দিলে আশা করি তারা অনেক খুশি হবে। ৮০০ টাকার মধ্যে সুন্দর সুন্দর ফটো ফ্রেম পাওয়া যায় সেগুলো দিতে পারেন অথবা সুন্দর সুন্দর ওয়ালমেট পাওয়া যায় ৮০০ টাকার মধ্যে আপনি কিনে দিতে গিফট দিতে পারেন আবার আপনি চাইলে প্রয়োজনীয় অনেক কিচেন এক্সেসরিজ দিতে পারেন।


যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে যেমন ৮০০ টাকার মধ্যে একটি ফ্রাই প্যান কিনে দিতে পারেন, একটি কড়াই এবং একটি পাতিল ৮০০ টাকার মধ্যে পেয়ে যাবেন এটিও দিতে পারেন। সুন্দর সুন্দর দুটি কফি মগ কিনে গিফট দিতে পারেন। সিরামিকসের খুব সেট দিতে পারেন। এই গিফট গুলো আপনি ৮০০ টাকার মধ্যেই ম্যানেজ করে দিতে পারেন এবং খুব ভালো মানের গিফট হবে এগুলো। সেই সাথে প্রতিদিনের কাজ গুলো করতে পারবেন এই গিফটগুলোর মাধ্যমে যা অনেক উপকার হবে। 

১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

আপনার যদি বাজেট হয়ে থাকে এক হাজার টাকা তাহলে বিয়েতে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর গিফট পাওয়া যাবে ১০০০ টাকার মধ্যে। যেমন কিচেন এক্সেসরিজ এর মধ্যে চামচ সেট, ছোট কুকার,টিফিন বক্স, সিরামিকস এর এক সেট প্লেট, চায়ের কাপ এবং পিরিজ এর সেট, ছোট থেকে বড় এক সেট বাটি, চায়ের ফ্লাক্স, গ্লাস সেট, জগ সেট ইত্যাদি কিচেন এক্সেসরিজ আপনি ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা সংসারের জন্যই প্রয়োজনীয় জিনিস এগুলো গিফট হিসেবে দিলে অনেক ভালো হবে।
৫০০-থেকে-১০০০-টাকার-মধ্যে-বিয়ের-গিফট
১ হাজার টাকার মধ্যে ঘর সাজানোর অনেক জিনিস দেওয়া যায় আপনি চাইলে এগুলো দিতে পারেন যেমন আর্টিফিশিয়াল ফুলের সেট, অনেক আর্টিফিশিয়াল লাইট যুক্ত লতাপাতা পাওয়া যায়  এগুলো দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর লাগে আমি চাইলে এগুলোও দিতে পারেন বিভিন্ন শোপিস যেমন  টেবিলের উপর রাখার জন্য ছোট ল্যাম্প। ১০০০ টাকার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায় যেগুলো দিতে পারেন। আমি চাইলে ১ হাজার টাকার মধ্যে ইসলামিক কিছু গিফট দিতে পারেন যদি মুসলিম হয়। 

যে গিফট গুলো বেস্ট গিফট হবে যেমন: জায়নামাজ, কোরআন শরীফ, বিভিন্ন হাদিসের বই,ডিজিটাল তজবি ,নামাজি হিজাব ইত্যাদি ১০০০ টাকার মধ্যে এই গিফট গুলো আপনি পেয়ে যাবেন আবার আপনি চাইলে ১০০০ টাকার মধ্যে মিলিয়ে দুই তিনটি গিফট কম্ব আকারে দিতে পারেন ভালো হবে। আবার আপনি চাইলে ইলেকট্রনিক্সের কিছু গিফট দিতে পারেন যেমন হেডফোন,ব্লুটুথ। উপরোক্ত এইসব গিফট গুলো আপনি ১ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আপনি বিভিন্ন কারো বিয়েতে গিফট দেওয়ার জন্য এই গিফট গুলো কিনতে পারেন।

সংসারে কাজে লাগানোর মতো গিফট

আজকাল দেখা যায় বিয়ের ক্ষেত্রে মানুষ সংসারের জিনিসপত্র গিফট দেওয়াটাই বেশি পছন্দ করে আপনি চাইলে ১০০০ টাকার মধ্যে সংসারের প্রয়োজনীয় অনেক গিফট কিনতে পারবেন কারো বিয়েতে দেওয়ার জন্য যেমন হাঁড়ি, পাতিল, কড়ায়, প্লেট, জগ, মগ, বালতি, বিছানার চাদর, রেক, স্টেনলে স্টিলের সসপ্যান, ননস্টিক ফ্রাই প্যান, কাসার প্লেট অথবা কাঁসার গ্লাস, চা কফি খাওয়ার কিছু দিতে দিতে পারেন।

এরকম দিতে পারেন যেমন কাপ সেট, চেয়ার, ছোট চার্জার ফ্যান,পানির পট ইত্যাদি সংসারের প্রয়োজনীয় জিনিস আপনি দিতে পারেন এই জিনিসগুলো ১০০০ টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন যদি কোনটার দাম কম হয় সে ক্ষেত্রে আপনি দুই তিনটা জিনিস একসাথে কম ব আকারে দিতে পারেন। এই জিনিসগুলো প্রত্যেক সংসারের প্রয়োজনীয় জিনিস আপনি চাইলে গিফট হিসেবে বিয়েতে এগুলো দিতে পারেন বিবাহিত দম্পতিদের কাজে লাগবে।

ভাইয়ের বিয়েতে কি গিফট দেওয়া যায়?

ভাইয়ের বিয়েতে গিফট দেওয়ার ক্ষেত্রে আপনাকে মোটামুটি ভাবনা চিন্তা করেই গিফট দিতে হবে আবার গিফট দেওয়ার ক্ষেত্রে আপনার বাজেটও আবার মাথায় রাখতে হবে কারণ ভাইকে তো আর সব ধরনের গিফট দেওয়া যায় না এমন গিফট দিতে হবে যে এগুলা প্রতিনিয়ত কাজে লাগবে এবং প্রতিনিয়ত গুলো দেখলেই আপনার ভাই আপনার কথা মনে করবে যেমন ভাইকে একটি বেল্ট এবং একটি ওয়ালেট দিতে পারেন যেটা আপনার ভাইয়ের রেগুলার কাজে লাগবে। আবার ভাইকে আপনি সুন্দর একটি শার্ট গিফট করতে পারেন। 

৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে ভালো মানেরই শার্ট পাওয়া যাবে আশা করি আবার সিম্পল ডিজাইনের মধ্যে আপনি চাইলে পাঞ্জাবিও দিতে পারেন বিয়ের পরে অনেক অনেক জায়গাতেই কাজে লাগবে। এবার আপনি চাইলে আপনার ভাইকে সুন্দর একটি পারফিউম গিফট করতে পারেন যেটা আপনার ভাই প্রতিদিন ইউজ করবে এবং ইউজ করার মাধ্যমে আপনার ভাইকে ফ্রেশ দেখা যাবে এবং স্মার্ট লাগবে আশা করি সেটা ভাবিরও পছন্দ হবে । আপনি চাইলে আপনার ভাইকে সুন্দর একটি সানগ্লাস দিতে পারেন যেটা বাইরে গেলে রোদে সবসময় কাজে লাগবে।  


আবার আপনি চাইলে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে সুন্দর একটি ঘড়ি গিফট করতে পারেন যেটা প্রতিদিনই এবং সব সময়ই ব্যবহারযোগ্য। আর ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আপনার ভাই এবং ভাবি দুজনের জন্য একটি কাপল ঘড়ি সেট কিনতে পারেন এটি একটি বেস্ট গিফট হবে বলে আমার মনে হয় এবং এটি দুজনেরই প্রতিনিয়ত কাজে লাগবে। এই গিট পোলার মধ্যে আপনার বাজেট অনুযায়ী আপনি তিনি আপনার ভাইকে গিফট করতে পারেন এই গিফট গুলা প্রতিনিয়ত ব্যবহারযোগ্য এবং আপনার ভাইয়ের জন্য প্রতিদিনের উপকারে আসবে।

বোনের বিয়েতে কি গিফট দেওয়া যায়?

বোনের বিয়েতে গিফট দেওয়ার জন্য ৫০০ থেকে ১০০০ টাকা বাজে ট আপনার জন্য খুব ভালো একটা বাজেট হতে পারে বোনকে গিফট দেওয়ার ক্ষেত্রে আপনার সাথে গিফট দেওয়া হবে না গিফটের সাথে আপনার ভালোবাসা এবং স্নেহ প্রকাশ পাবে যে গিফট গুলো পেয়ে আপনার বোন খুশি হবে এবং প্রতিনিয়ত সেগুলো ব্যবহারযোগ্য হবে এবং যেগুলো দেখলে আপনার কথা আপনার বোনের মনে পড়বে। এই জিনিসগুলো আপনার বোনের প্রতিদিনের কাজে ব্যবহৃত হবে। যেমন আপনার বোনকে আপনি একটি শাড়ি বা ড্রেস গিফট করতে পারেন। 

যেই গিফট গুলো বিয়ের পরে বিভিন্ন অনুষ্ঠান এবং আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে পরিধান করতে পারবে এটি খুব ভালো গিফট হতে পারে। আপনার বোনের জন্য আপনি তার পাশে থেকে ১০০০ টাকার মধ্যে মেকআপ সেট গিফট করতে পারেন যেগুলো বিয়ের পরে প্রতিদিনের সাজগোজের কাজে ব্যবহৃত হবে। এটা খুবী আকর্ষণীয় হতে পারে। এটি ভালো মানের পারফিউম গিফট করতে পারেন যেটা গন্ধে প্রতিবার আপনার কথা মনে পড়বে আপনার বোনের। একটি হ্যান্ডব্যাগ অথবা পার্স দিতে পারেন যেটা রেগুলার বাইরে 
৫০০-থেকে-১০০০-টাকার-মধ্যে-বিয়ের-গিফট
যাওয়ার ক্ষেত্রে আপনার বোনের কাজে লাগবে। অথবা আপনি যদি চান ক্যাশ বা নগদ টাকা দিবেন যেই টাকা মাধ্যমে আপনার বোন তার পছন্দমত জিনিস কিনে নিতে পারবে এবং টাকার সাথে আপনি একটি শুভেচ্ছা কার্ড লিখে দিতে পারেন আসলে গিফট তাই তো বড় কথা না গিফটের সাথে ভালোবাসা প্রকাশ করা টাই আসল কথা। আপনার বোনকে খুশি করার জন্য তার পাশে থেকে এক হাজার থেকে তার বেশি টাকার বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর গিফট দিতে পারেন। তাহলে আপনার বোন অনেক খুশি হবে। 

বন্ধুর বিয়েতে কি গিফট দেওয়া যায়?

আমাদের বন্ধুর বিয়েতে প্রায় ফরমাল জিনিস পত্র গিফট করে থাকি কিন্তু আপনি চাইলে কিছু অন্য রকম কিছু দিতে পারেন বন্ধুর বিয়েতে সিরিয়াস কিছু না দিয়ে যদি আপনি ফানি গিফট দেন, তাহলে সেটা সবার মুখে হাসি ফোটাবে। এবং আপনার বন্ধু ও অনেক মজা পাবে যেমন টি শার্ট দিতে পারেন যেখানে লেখা থাকবে  বিবাহিত জীবন পরিচালনার কোর্স শুরু, হ্যাপি পরিবার ইত্যাদি। আবার একটি ফানি মগও দিতে পারেন মগে লেখা থাকবে মজার মজার কিছু বাক্য।


চাইলে একটা ছোট ঝুড়ি বানিয়ে তাতে রাখতে পারেন কানে দেওয়ার ইয়ারপ্লাগ বউয়ের বকা থেকে বাঁচার জন্য, চকলেট মুড ফ্রেশ করার জন্য, বিভিন্ন অসুখের ওষুধ রাখতে পারবে। আর ছোট একটি নোট প্যাড দিতে পারেন যেখানে বউয়ের গুরুত্বপূর্ণ কিছু কথা লিখে রাখাতে পারবে। এসব উপহার বন্ধুর জন্য শুধু মজারই হবে না, বরং বিয়ের পর স্মরণীয় এক স্মৃতি হয়ে থাকবে। খুব সহজেই  বুজতে পারবে এটা বন্ধুই দিতে পারে। 

বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায? 

বান্ধবীর বিয়েতে ফানি গিফট দিলে সেটাও ভীষণ মজার হয়। আপনি চাইলে তাকে একটি কিউট কুশন দিতে পারেন। আবার একটি ফানি এপ্রনও দিতে পারেন যেখানে লেখা থাকবে রাঁধুনি রিলেটেড। চাইলে ছোট্ট একটা ঝুড়ি বানিয়ে তার মধ্যে রাখতে পারেন যেখানে তার নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবে। চকলেট বক্স খুব ভালো গিফট হতে পারে। একটি ছোট নোট লিখে দিতে পারেন যেখানে লিখা থাকবে বাচ্চার কিউট কিউট নাম যা তার বাচ্চার নাম রাখতে সাহায্য করবে। 

আপনি যদি সেই বিয়ে টার্গেটেড বন্ধু বা বান্ধবী হতে চান তাহলে ফানি ফানি গিফট করতে পারেন গিফট গুলো খুবী মজার এগুলো দিলে বান্ধবী যেমন হাসবে, তেমনি স্মৃতি হিসেবেও অনেকদিন মনে রাখবে। আরেকটা মজার আইডিয়া হলো ফানি মগ বা ওয়াটার বোতল দেওয়া। আপনি চাইলে একটি ফটো ফ্রেমেও দিতে পারেন সেখানে মজার লেখা বসিয়ে দিতে পারেন যেমন সুখী দাম্পত্য জীবন। এসব উপহার শুধু ফানি নয়, বরং বিয়ের আনন্দকে আরও রঙিন করে তুলবে।

পরিশেষেঃ ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট মানেই কম দামি নয় বরং ভেবেচিন্তে দিলে এই বাজেটের মধ্যেও খুব সুন্দর ও ব্যবহারিক উপহার দেওয়া যায়। যেমন ভালো মানের শো পিস, স্টাইলিশ ওয়াল ক্লক, সুন্দর কিচেন সেট, ফানি লেখা মগ কিংবা প্রিন্টেড কুশন। এগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি নতুন জীবনে ব্যবহারও করা যায়। সবচেয়ে বড় কথা, গিফটের দামের চেয়ে আপনার আন্তরিকতা আর ভালোবাসাটাই আসল উপহার হয়ে যায়।

এই লেখা যদি আপনার কাজে লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার যদি ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট নিয়ে ভিন্ন কোনো আইডিয়া থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি মতামতই অন্যের জন্য দারুণ সহায়ক হতে পারে। ধন্যবাদ সবাইকে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url